আন্তর্জাতিক
- গাজায় রাষ্ট্রসঙ্ঘের তৈরি একটি স্কুলের নিচে সুবিশাল সুরঙ্গের খোঁজ পাওয়া গেল। এই স্কুলটি তৈরি করেছিল ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস। ইজরায়েল দাবি করেছে যে, এখান থেকেই প্রমাণ মিলে যে এই স্বেচ্ছাসেবী সংস্থার কিছু কর্মী হামাসের হয়ে কাজ করে। এদিকে এদিনও গাজা ভূখণ্ডের দক্ষিণাংশে বোমা ফেলেছে ইজরায়েলের যুদ্ধবিমান। সেখানে ৩১ জন অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও কিশোর রয়েছে।
- ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ৬০ ঘণ্টা পর পাকিস্তানের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল পাক নির্বাচন কমিশন। নির্বাচনে কারচুপির অভিযোগে এদিন পাকিস্তানের বিভিন্ন স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ইমরান খানের সমর্থকরা। যদিও ২৬৬ আসনের মধ্যে সবথেকে বেশি, ৯৩টি আসনে জয়লাভ করেছে ইমরান খানের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করা তেহরিক কি ইনসাফ দলের কর্মীরা। নওয়াজ শরিফের দল পি এল এম (এন) ৭৫ টি এবং বিলাবল ভুট্টোর দল (পিপিপি) ৫৪ টি আসন পেয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের সংবিধান অনুসারে কোন নির্দল প্রার্থীকে জয় লাভ করার তিন দিনের মধ্যে কোন না কোন রাজনৈতিক দলে যোগ দিতে হয়।
- শিশুদের যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল খোদ সরকারি হোম এর একজন ডিরেক্টর এর বিরুদ্ধে। তার মধ্যে দশটি ঘটনায় প্রত্যক্ষ প্রমাণ মেলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। হাংগেরির আদালত তাকে দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় দ্বিতীয় আরেক ব্যক্তিকে। কিন্তু এই ব্যক্তিকেই সাজা মাফ করে দেওয়ার বিপুল সমালোচনার মুখে পড়লেন হাঙ্গেরির রাষ্ট্রপতি কাতালিনা নোভাক। ২০২২ সালে হাঙ্গেরি প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত এদিন তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন।
জাতীয়
- জাতীয় উদ্যান হওয়ার সুবর্ণজয়ন্তী পালন করল কাজিরাঙ্গা অভয়ারণ্য। ১০৩৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে অসমের এই অভয়ারণ্য। এখানেই রয়েছে দেশের সবথেকে বেশি একশৃঙ্গ গন্ডার। এছাড়া এশীয় জলমহিষ হিসেবেও সবার সামনে রয়েছে কাজিরাঙ্গা। আজ থেকে ১১৬ বছর আগে ১৯০৮ সালে সংরক্ষিত অরণ্যের স্বীকৃতি পেয়েছিল, ১৯৭৪ সালের ১১ই ফেব্রুয়ারি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। এদিন সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি অনারম্বর অনুষ্ঠান হয় কাজিরাঙ্গায়।
- ২০২৩ সালে রেলে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় ভ্রমণ করার কারণে গ্রেপ্তার করা হয়েছে ৭৭৯৯৫ জন পুরুষ যাত্রীকে। ২০১৯ সাল থেকে ধরলে সংখ্যাটা হয় ৩ লক্ষ ৩ হাজার ৬১৪। মহিলাদের কামরায় পুরুষ যাত্রীদের ভ্রমণ করার প্রবণতা সবথেকে বেশি দেখা গেছে পূর্ব মধ্য, পূর্ব এবং পশ্চিম রেলওয়েতে।
খেলা
- আইসিসি যুব ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। এদিন ফাইনালে তারা ৭৯ রানে হারিয়ে দিল ভারতকে। প্রতিযোগিতার মূল পর্বে একটিও ম্যাচ না হেরে ফাইনালে পৌঁছেছিল ভারত। এক্ষেত্রে আইসিসি একদিনের বিশ্বকাপ ২০২৪ ক্রিকেটের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের। যুব বিশ্বকাপে ৫ বারের চ্যাম্পিয়ন দল ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া এই নিয়ে তৃতীয়বার এই কাপ জিতল। এর আগে দুবার তারা ফাইনালে ভারতের কাছেই পরাজিত হয়েছিল। এদিন প্রথমে ব্যাট করে ২৫৩ রান করেছিল অস্ট্রেলিয়া।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। এই ম্যাচে ৫৫ বলে ১২০ রান করলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি পাঁচটি শতরান করলেন। স্পর্শ করলেন এক্ষেত্রে রোহিত শর্মার সর্বোচ্চ শতরানের রেকর্ড। ১০৩টি ম্যাচ খেলে এই রেকর্ড করলেন গ্লেন।
- রঞ্জি ট্রফির ম্যাচে কেরলের প্রথম ইনিংসে ৩৬৩ রানের জবাবে বাংলা করল ১৮০ রান। কেরল দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ২৬৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। ৪৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান।
বিবিধ
- কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-এর কনস্টেবল নিয়োগ-এর পরীক্ষা নেওয়া হবে হিন্দি ও ইংরেজি ছাড়া আরও ১৩ টি আঞ্চলিক ভাষায়। সেগুলি হল বাংলা, অসমিয়া, মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় , ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মনিপুরী ও কঙ্কনি।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হেলিকপ্টার ভেঙে ছ’জনের মৃত্যু হলো। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার বৃহত্তম ব্যাংকের সহকারী প্রতিষ্ঠাতা হারবার্ট উইগভে এবং নাইজেরিয়ার স্টক এক্সচেঞ্জ এর প্রাক্তন সভাপতি আবিম্বোলা ওগুনবাঞ্জো। ধনুকূবের হারবার্ট তাঁর পরিবার নিয়ে ছুটি কাটাতে পাম স্প্রিংস গিয়েছিলেন। এই দুর্ঘটনায় তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে।