কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ফেব্রুয়ারি ২০২৪

109
0
Current Affairs 10th February

আন্তর্জাতিক
  • রাষ্ট্রসঙ্ঘের একটি মানবাধিকার সংস্থার হিসেব, উত্তর গাজায় অন্তত তিন লক্ষ মানুষ মৃত্যুর অপেক্ষায় ধুঁকছেন। সেখানে দুর্ভিক্ষ আসন্ন। আপাতত পশুর খাবার গুড়ো করে তারা দিন চালাচ্ছেন। সেখানে না আছে সুপেয় পানীয় জল না আছে উপযুক্ত খাবার। স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য, যুদ্ধের প্রাণানীর থেকে অনেক বেশি মানুষ না খেতে পেয়ে মারা যেতে চলেছেন সেখানে। এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ত্রাণও ঢুকতে দেওয়া হচ্ছে না গাজায়।
  • দেশের প্রয়োজনে পাকিস্তানের রাজনৈতিক দলগুলির উচিত জোট সরকার গঠন করা দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণে এই মন্তব্য করলেন পাক সেনাপ্রধান সৈয়দ আমির মু। এদিকে পাক সেনাপ্রধানের পছন্দসই প্রার্থী নওয়াজ শরিফকে জয়ী করার জন্য পাক নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সাধারণ নির্বাচনের ফলাফল বিলম্বিত করছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থী অথবা এই দলের সমর্থনে জয়ী নির্দল প্রার্থীদের সংখ্যা ৯৪, পিএলএম(এন) দল ৭১ টি এবং বিলাবল ভুট্টোর পিপিপি ৫৪ টি আসনে জয়ী হয়েছে বলে জানা গেছে।
জাতীয়
  • একজন ভারতীয় যুবককে খুন করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁর নাম বিবেকচন্দ্র  তানেজা (৪১)। ওয়াশিংটনে কয়েকজনের সঙ্গে বচসার পর দুষ্কৃতীরা তাকে হত্যা করে। এই নিয়ে গত দু’মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচজন ভারতীয়ের মৃত্যু হলো। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৩৫ জন ভারতীয় পড়ুয়ার রানহানি হয়েছে মার্কিন মুলুকে।
  • পশ্চিমবঙ্গে দারিদ্র সীমার নিচে রয়েছেন নাগরিকদের ৮.৬০ শতাংশ মানুষ। বিধানসভায় এই দাবি করলেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
খেলা
  • রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৬৩ রান তুলল কেরল। জবাবে বাংলা আট উইকেট হারিয়ে তুলল ১৭২ রান। কেরলের অফ স্পিনার জলজ সাক্সেনা একাই নিলেন ৭ উইকেট।
  • আইএসএল প্রতিযোগিতায় মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিল হায়দারাবাদকে। অন্যদিকে ইস্টবেঙ্গল ২-৩ গোলে পরাজিত হল নর্থ ইস্ট ইউনাইটেড দলের কাছে।
  • বিশ্বের তৃতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার ভারতের ডি গুকেশ। এদিন তিনি জার্মানিতে চেস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় হারিয়ে দিলেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে।
বিবিধ
  • ২০২৩২৪ অর্থবর্ষে কর্মচারী ট্রফিডেন্ট ওয়ানডে পিএফ সুদের হার অতি সামান্য বেড়ে হলো ৮.২৫ শতাংশ। গত বছর তা ছিল ৮.১৫ শতাংশ।
  • ১৯৫০ সালে ভারতে সুপ্রিম কোর্টের প্রথম শুনানির বার্ষিকী অনুষ্ঠান পালিত হলো। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ন্যায় আদালতের বিচারপতি হিলারি চার্লসওয়ার্থ।