সেইলে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি নিয়োগ

511
0
SAIL Recruitment 2024

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে ৩৪১টি শূন্যপদে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি নিয়োগ করা হবে। SAIL Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বরঃ 01/2024, Dated 22/02/2024.

যে সমস্ত ডিসিপ্লিনে নেওয়া হবে সেগুলি হল- মেটালার্জি, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল,

কেমিক্যাল, সেরামিক, ইলেক্ট্রনিক, কম্পিউটার/ আইটি, ড্রাফটসম্যান।

বয়সঃ ১৮ মার্চ ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে

এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৮ মার্চ ২০২৪ তারিখের হিসেবে।

শারীরিক মাপজোকঃ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৫ সেন্টিমিটার, ন্যূনতম ওজন ৪৫ কেজি,

বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৫ ও ৭৯ সেন্টিমিটার।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৪৩ সেন্টিমিটার, ন্যূনতম ওজন ৩৫ কেজি,

বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭০ ও ৭৩ সেন্টিমিটার।

দৃষ্টিশক্তিঃ চশমা পড়ে ও চশমা ছাড়া ৬/১২ দূরের দৃষ্টি, কাছের দৃষ্টি দুচোখে জে১ বা এন৬।

বর্ণান্ধতা বা রাতকাতা থাকলে আবেদন করতে পারবেন না।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কলকাতা হাইকোর্টে নিয়োগ

আবেদনের ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে আবেদনের ফি ২০০ টাকা।
ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ www.sailcareers.com বা www.sail.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০ অ্যাপ্রেন্টিস

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৮ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। SAIL Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন