উচ্চমাধ্যমিক যোগ্যতায় কলকাতা হাইকোর্টে নিয়োগ

802
0
Calcutta High Court Recruitment

কলকাতা হাইকোর্টে ২৫টি শূন্যপদে পিএ/ স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। Calcutta High Court Recruitment

এমপ্লয়মেন্ট নোটিস নম্বরঃ 2026-RG.

যোগ্যতাঃ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি পাশ।

প্রতি মিনিটে ১২০ শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ করতে হবে।

সঙ্গে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ ২৮৯০০-৭৪৫০০ টাকা। ন্যূনতম পে ৩২৫০০ টাকা।

আবেদনের ফিঃ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা।

ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দিতে হবে।

ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কাটতে হবে Registrar general, High Court, Calcutta অনুকূলে, প্রদেয় হবে GPO Calcutta.

আবেদনের পদ্ধতিঃ এ ফোর মাপের কাগজে হাতে লিখে বা টাইপ করে আবেদন করতে হবে।

আবেদনপত্রে যে সমস্ত বিষয়গুলি লিখতে হবে সেগুলি হল-

1) Full name of the candidate (in capital letters) 2) Father’s/Husband’s Name

3) Category 4) Date of Birth 5) Actual age as on 01.01.2024 6) Address (Present and Permanent, along with PIN code)

7) Telephone/Mobile number (Mandatory) 8) E-mail id (Mandatory) 9) Educational Qualification

10) Other Qualification 11) Knowledge in Computer 12) Speed in Shorthand and Typewriting

13) Whether belonging to S.C./ S.T./ O.B.C (A)/O.B.C. (B)/ Persons with Disabilities (Blindness/low vision) / Meritorious Sportsperson.

14) Whether belonging to Exempted category, if yes, mention the Identity Card Number issued by the Labour Department. Govt. of West Bengal

15) Present employment status, if any (with date of initial joining supported by NOC)

16) Nationality 17) Details of depositing examination fees i.e. Indian Postal Order No., Date and Amount.

সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি, নিজের নাম ঠিকানা লেখা ৪৫ টাকার স্ট্যাম্পযুক্ত খাম

এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Registrar General, High Court, 3, Esplanade Row (West), Calcutta-700001 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৫ মার্চ ২০২৪ তারিখ বিকেল ৪.৪৫ মিনিটের মধ্যে।

ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস

খামের নিচের দিকে বাঁদিকে প্রার্থীর ক্যাটেগরি ও যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম লিখতে হবে। Calcutta High Court Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০ অ্যাপ্রেন্টিস