ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান

1174
0
RRB Technician Recruitment 2024

ভারতীয় রেলে ৯১৪৪ শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ করা হবে। RRB Technician Recruitment 2024

সেন্ট্রালাইজড এমপ্লয়েমন্ট নোটিস নম্বরঃ ০২/২০২৪। অনলাইন আবেদন করা যাবে ৮ এপ্রিল ২০২৪ তারিখ রাত ২৩.৫৯ মিনিট পর্যন্ত।

শূন্যপদঃ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালঃ ১০৯২। টেকনিশিয়ান গ্রেড থ্রিঃ ৮০৫২।

বয়সঃ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে

এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি-তে বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রেলে অ্যাপ্রেন্টিসের খবর দেখতে ক্লিক করুন

যোগ্যতাঃ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালঃ ফিজিক্স/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইনস্ট্রুমেন্টেশন সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অথবা তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

টেকনিশিয়ান গ্রেড থ্রিঃ ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

পরীক্ষার ফিঃ ৫০০ টাকা। কম্পিউটার বেসড টেস্ট দিলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।

তপশিলি জাতি/উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ট্রানজেন্ডার, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।

কম্পিউটার বেসড টেস্ট দিলে ২৫০ টাকাই ফেরত দিয়ে দেওয়া হবে। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। RRB Technician Recruitment 2024

কলকাতার ওয়েবসাইট- www.rrbkolkata.gov.in

মালদার ওয়েবসাইট- www.rrbmalda.gov.in

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের লিস্ট দেখতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন