রেলে অ্যাপ্রেন্টিস

496
0
RRB Technician Recruitment 2024

রেল হুইল ফ্যাক্টরিতে ১৯২ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Rail Wheel Factory Recruitment

আবেদন করা যাবে ২২ মার্চ ২০২৪ তারিখ অবধি।

শূন্যপদঃ ফিটারঃ ৮৫, মেশিনিস্টঃ ৩১, মেকানিক (মোটর ভিকল) ৮, টার্নারঃ ৫,

সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটরঃ ২৩, ইলেক্ট্রিশিয়ানঃ ১৮, ইলেক্ট্রনিক মেকানিকঃ ২২।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ডঃ ট্রেনিং চলাকালীন ফিটার, মেশিনিস্ট, টার্নার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে প্রতি মাসে স্টাইপেন্ড ১২২৬১ টাকা

অন্যান্য ট্রেডের ক্ষেত্রে স্টাইপেন্ড ১০৮৯৯ টাকা।

আবেদনের ফিঃ ১০০ টাকা। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদেনর পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://rwf.indianrailways.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে The Assistant Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore- 560064  ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ‘Application for undergoing training under the Apprentices Act, 1961 for the year 2023-24 in Rail Wheel Factory.’

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২২ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৫টার মধ্যে। Rail Wheel Factory Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন