ন্যাভাল ডকইয়ার্ডে ৩০১ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Naval Dockyard Mumbai Apprenticeship
যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রোপ্লেটার, ফিটার, ফাউন্ড্রিম্যান, মেকানিক (ডিজেল),
ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, পেইন্টার (জি), প্যাটার্ন মেকার/ কার্পেন্টার, প্লাম্বার, ইলেক্ট্রনিক মেকানিক,
মেকানিক রেফ্রিজেরেটর অ্যান্ড এসি, শিট মেটাল ওয়ার্কার, কার্পেন্টার, স্যুইং টেকনোলজি, ওয়েল্ডার, মেসন, ফিটার, রিগার, ফরজার অ্যান্ড হিট ট্রিটার।
উচ্চমাধ্যমিক যোগ্যতায় রাজ্যে স্যানিটারি ইনস্পেক্টর নিয়োগ
যোগ্যতাঃ আইটিআই ট্রেডের শূন্যপদের ক্ষেত্রে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।
নন আইিটআই ট্রেডের রিগারের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ এবং ফরজার হিট ট্রিটারের ক্ষেত্রে দশম শ্রেণি পাশ।
শারীরিক মাপজোকঃ উচ্চতা ১৫০ সেমি, ওজন ন্যূনতম ৪৫ কেজি।
বুকের ছাতি ৫ সেমি পর্যন্ত ফোলাতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থেকে ৬/৯।
আবেদনের পদ্ধতিঃ https://dasapprenticembi.recttindian.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।
রাজ্য়ের কলেজগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ
ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। Naval Dockyard Mumbai Apprenticeship