কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মার্চ ২০২৪

125
0
Current Affairs 24th March

আন্তর্জাতিক
  • ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও বানানো হয়েছিল খোদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে। এই ঘটনায় দীর্ঘ তদন্তের পর অভিযুক্তদের শনাক্ত করতে পেরেছে ইতালির পুলিশ। ১ লক্ষ ইউরো ক্ষতিপূরণ দাবি করে মামলাও করেছেন মেলোনি। প্রসঙ্গত, মার্কিন ওয়েবসাইটে এই ভিডিওগুলি আপলোড করা হয়েছিল।
  • মাদক নেওয়ার অভিযোগ থাকলে কোন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পান না, তাই ব্রিটেনের রাজকুমার হ্যারি যে মার্কিন ভিসা পেয়েছেন তা বৈধ নয়। এই মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্নরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেছেন, হ্যারি তাঁর আত্মজীবনী ‘স্পেয়ার’-এ মাদক সেবনের কথা স্পষ্টভাবেই বলেছেন। তারপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার আবেদনে সেই অতীত গোপন করেন।
  • মার্কিন মুলকে গত ১৪ দিন ধরে নিখোঁজ হয়ে রয়েছেন একজন ভারতীয় ছাত্র। আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মহম্মদ আব্দুল আরাফাত লেখাপড়ার জন্য গিয়েছিলেন ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে বারোশো ডলার মুক্তিপন চেয়ে তার পরিবারের কাছে ফোন এসেছে। ভারতের বিদেশ মন্ত্রক তার বিষয়ে জানতে তৎপর হয়েছে বলে জানা গেছে। মাদক পাচারকারীরা তাকে অপহরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
জাতীয়
  • দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ২ নভেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত তিনি মোট ন’বার ইডি-এর সমন এড়িয়ে গিয়েছেন। এরপর দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদনে সাড়া না  দেওয়ার পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করল ই ডি।  দিল্লিতে আবগারি নীতি বিষয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো তাঁকে।  প্রসঙ্গত , আম আদমি পার্টি ২০২১ সালে নতুন আবগারিনীতি প্রণয়ন করেছিল। ২০২২ সালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এর বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেন। সেই বছরেই ওই নীতি প্রত্যাহার করা হয়। এই মামলায় ইতিমধ্যেই দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী মণীশ সিসৌদিয়াকে গ্রেপ্তার  করেছে ইডি।
  • তড়িঘড়ি নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলো সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মামলাকারীরা নবনিযুক্ত দুজন নির্বাচন কমিশনারের যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন তোলেননি, তাই তাদের নিয়োগ বহাল রাখা হয়েছে। যে আইনের বলে এই নিয়োগ হয়েছে তার ওপরও স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট।
  • হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ‘বিকশিত ভারত’ বিষয়ে যে প্রচার চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশ দিল নির্বাচন কমিশন।
  • নির্বাচনী বন্ড সংক্রান্ত ইউনিক কোড ভারতের নির্বাচন কমিশনের কাছে জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড ব্যবহার করে কোন কর্পোরেট সংস্থা কবে কোন রাজনৈতিক দলকে চাঁদা দিয়েছে এই ইউনিক কোড এর মাধ্যমে তা জানা সম্ভব হবে। তারা আগে এই তথ্য জমা না করায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল।
খেলা
  • ২০২৪ সালের আগস্ট মাসে প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের কুচকওয়াজে দেশের জাতীয় পতাকা বহনকারী হিসেবে বেছে নেওয়া হলো শরৎ কমলকে। এই প্রতিযোগিতায় ভারতের শেফ দি মিশন হবেন মেরি কম এবং ডেপুটি শেফ দি মিশন হবেন শিবা কেশমন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা এই খবর জানিয়েছেন।
  • সৌদি আরবের আভায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ভারত ও আফগানিস্তানের মধ্যে খেলা অমীমাংসিতভাবে শেষ হল।
  • জনপ্রিয় ক্রিকেটার এম এস ধোনি আইপিএল প্রতিযোগিতায় চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক পদ ত্যাগ করলেন। এই পদে এসেছেন ঋতুরাজ গায়কোয়ার। প্রসঙ্গত চেন্নাই দলের হয়ে ২১২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন এম এস ধোনি। এর মধ্যে জয় লাভ করেছেন ১২৮ টি ম্যাচে। অধিনায়ক হিসেবে তাঁর আমলে চেন্নাই জিতেছে পাঁচবারের আইপিএল টফি ট্রফি। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং গত বছর অর্থাৎ ২০২৩ সালের আইপিএল ট্রফিও জিতেছেন ধোনি।
বিবিধ
  • একইসঙ্গে ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে মনোনয়ন পেদপত্র পেশ করছেন বিধানসভা নির্বাচনে লড়ার জন্য। এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে। ওয়াই এস রাজশেখর রেড্ডি, এন চন্দ্রবাবু নাইডু, এন টি রামারাও, এন ভাস্কর  রাও, এন জনার্দন রেড্ডি এবং কে ভাস্কর রেড্ডি, এই ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেরা এবার নির্বাচনে অংশ নেবেন।
  • ২০২৪ সালে অষ্টাদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে ছ’টি জাতীয় দল। প্রসঙ্গত ,১৯৫২ সালে দেশে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিল ৫৩ টি রাজনৈতিক দল। ১৯৫৭ সালে দ্বিতীয় লোকসভা নির্বাচনে ১৫ টি এবং ১৯৬২ সালে তৃতীয় লোকসভা নির্বাচনে ২৭ টি দল অংশগ্রহণ করেছিল। বর্তমানে দেশে রাজনৈতিক দলের সংখ্যা ২৫০০। কিন্তু জাতীয় দলের মর্যাদা রয়েছে বর্তমানে বিজেপি, কংগ্রেস, বিএসপি, সিপিআইএম, এনপিপি এবং আপ-এর।