কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মে ২০২৪

213
0
Current Affairs 24th May
Courtesy: Millennium Post

আন্তর্জাতিক
  • কলকাতার ছেলে ইমাম হক লন্ডনে একটি ব্যরোর ডেপুটি চেয়ার পদে নির্বাচিত হলেন। এই প্রথম কোন ভারতীয় বাঙালি লন্ডনের কোন ব্যরোর ডেপুটি চেয়ার হলেন। ইমাম কলকাতার খিদিরপুরের ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা। কলেজ পর্যন্ত লেখাপড়া ছিল কলকাতাতেই। তিনি স্নাতকোত্তর পাঠের জন্য ব্রিটেনে গিয়েছিলেন। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পান। দু বছর আগে ইস্ট হ্যম থেকে তিনি কাউন্সিলর পদে লড়াই করে বিজয়ী হয়েছিলেন। অবশ্য তার আগে থেকেই লেবার পার্টির হয়ে বিভিন্ন জনসভা মূলক কাজে অংশ নিয়েছিলেন। এবার ডেপুটি চেয়ার পদ পেয়েছেন।
  • প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে নতুন প্রতীক হয়ে উঠল তরমুজের কাটা টুকরো। কারণ তরমুজের কাটা একটি খন্ডের মধ্যে সাদা, কালো, সবুজ ও লাল রং দেখা যায়। প্যালেস্টাইনের জাতীয় পতাকাতেও এই চারটি রং রয়েছে। তাই ইজরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য বিশ্বের সাধারণ মানুষ এই প্রতীকেই আস্থা রাখছেন।
জাতীয়
  • বর্ডার সিকিউরিটি ফোর্স আয়োজিত রুস্তমজি স্মারক বার্ষিক বক্তৃতায় বক্তব্য পেশ করলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দেশের সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে সব আধা সামরিক বাহিনীগুলিকে একটি সংযুক্ত কম্যান্ডের ছাতার নিচে নিয়ে আসার প্রস্তাব রেখেছেন তিনি। এক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের সীমান্তবর্তী পুলিশ কর্মীদেরও ওই বাহিনীর সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে বলে তিনি জানিয়েছেন।
  • প্রজ্জ্বল রোভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। এ বিষয়ে কর্ণাটক সরকার গত ২১ মে আবেদন জানায় বিদেশ মন্ত্রকের কাছে। প্রসঙ্গত, একগুচ্ছ যৌন নির্যাতনের নালিশ উঠেছে রোভান্নার বিরুদ্ধে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। তিনি নিজে জেডিএস দলের সাংসদ। বর্তমানে তিনি বিদেশে গা ঢাকা দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
  • বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি গভীর নিম্নচাপ। এটি ২৬ মে গভীর রাতে ঘূর্ণিঝড় হয়ে স্থলভূমিতে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘রেমাল’। ওমানের আবহওয়া দপ্তর এই নামকরণ করেছে। আরবি ভাষায় ‘রেমাল’ শব্দটির অর্থ বালি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে ঝড় এবং সঙ্গে প্রবল বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণায় এই ঝড়ের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
খেলা
  • এফ আই এইচ প্রো হকি প্রতিযোগিতায় এবার বেলজিয়ামের কাছেও হেরে গেল ভারত। এদিন ৪-১ গোলে হেরেছে ভারতের পুরুষ হকি দল। অন্য ম্যাচে ভারতের মহিলা হকি দল ০-২ গোলে হার মেনেছে বেলজিয়ামের কাছে।
  • মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু। তিনি কোয়ার্টার ফাইনালে দিলেন শীর্ষ বাছাই চিনের হ্যান ইউকে।
  • কলকাতায় সিএবি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব।
বিবিধ
  • এ মরসুমের দিনের সর্বোচ্চ উষ্ণতার নতুন রেকর্ড স্থাপন করেছে রাজস্থানের ফালোদি। এদিন সেখানে দিনের সর্বোচ্চ উষ্ণতা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস।
  • প্রজেক্ট টাইগার প্রকল্প সাফল্যের মুখ দেখেছে। দেশে বাঘের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে যে সর্বশেষ রিপোর্ট পাওয়া গেছে তাতে জানা গেছে, দেশে মোট ৫৫ টি ব্যাঘ্র প্রকল্পের অধীনে মোট বাঘের সংখ্যা ৩৬৮২।
  • জাপানে মৃত্যু হল কাবোসুর নামে একটি কুকুরের। সিনা ইনু প্রজাতির এই কুকুরটিকে বিশ্বের সবথেকে হাসিমুখের কুকুর বলে মনে করা হতো। সমাজ মাধ্যমগুলিতে তার ছবি ছিল অত্যন্ত জনপ্রিয়। ক্রিপটোকারেন্সি ডজকয়েনের লোগো বানানো হয়েছিল তারই হাসিমুখের ছবি দিয়ে।