কারেন্ট অ্যাফেয়ার্স ১০ অগস্ট ২০২৪

139
0
Current Affairs 10th August

আন্তর্জাতিক
  • বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও আন্দোলন এখনো থিতু হয়নি। এদিন আন্দোলনকারীদের চাপে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং তাদের দাবি মেনে ঢাকা হাইকোর্টের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করতে বাধ্য করা হয়েছে। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বেশ কয়েকজন সাংবাদিককেও রাষ্ট্রের শত্রু বলে আখ্যা দিয়েছে। তারা তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রেস ক্লাবের কাছে নামের তালিকা দেওয়া একটি চিঠি জমা দিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করার ডাক দিয়েছেন।
  • গাজা ভূখণ্ডের একটি পরিত্যক্ত স্কুলে ক্ষেপণাস্ত্র ছুঁড়লো ইজরায়েল। এই হামলায় আনুমানিক দেড়শ জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই শরণার্থী হিসেবে ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন।
জাতীয়
  • প্রয়াত হলেন কে নটবর সিং (৯৩)। তিনি ২০০৪-০৫ সালে মনমোহন সিং নেতৃত্বাধীন ইউ পি এ সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন।
  • মালদ্বীপের সঙ্গে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে তিন দিনের মালদ্বীপ সফরে গেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এদিন তিনি বৈঠক করলেন সেখানকার রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে।
  • বিহারে যত মঠ,মন্দির ও ধর্মীয় ট্রাস্ট রয়েছে তাদের সকলকে নথিবদ্ধ করা এবং তাদের সম্পত্তির খতিয়ান নেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিল বিহার সরকার।
খেলা
  • প্যারিস অলিম্পিকের পঞ্চদশ দিনে পদক তালিকার শীর্ষস্থানে উঠে এল চিন। ৩৮ সোনা, ২৭ রুপো ও ২৪ টি ব্রোঞ্জ পদক পেয়েছে তারা। তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের প্রাপ্তি ৩৭ সোনা ৪২ রুপো এবং ৪২ ব্রোঞ্জ। অস্ট্রেলিয়া পেয়েছে ১৮টি সোনার পদক। ভারতের প্রাপ্তি এখনো পর্যন্ত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ। পুরুষদের ফুটবলে আয়োজক দেশ ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতল স্পেন। পুরুষদের হকি এবং মেয়েদের হকি দুই বিভাগেই সোনার পদক জিতল নেদারল্যান্ডস।
বিবিধ
  • তেলেঙ্গানার নিজামাবাদে দাশারী নরেন্দ্র নামে পুরনিগমের রাজস্ব বিভাগের একজন আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সম্পদ বাজেয়াপ্ত করলেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। নগদ দু কোটি ৯৩ লক্ষ টাকা, এবং ৫১০ গ্রাম ওজনের সোনার গয়না এবং প্রায় দু কোটি টাকা মূল্যের ফ্ল্যাট জমি বাড়ির দলিল বাজেয়াপ্ত করা হয়েছে।