কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ অগস্ট ২০২৪

104
0
Current Affairs 13th August

আন্তর্জাতিক
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পদে ইস্তাফা দিয়ে দেশ ছাড়ার পর এদিনই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি জারি করলেন। তিনি এই হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে গত ১৯ জুলাই ঢাকার মহাম্মদপুরে আবু সাঈদ নামে একজন মুদি দোকানিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রিসভার আরো দুই সদস্যের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রুজু করার নির্দেশ দিল ঢাকার মেট্রোপলিটন আদালত। গ্রেপ্তার করা হয়েছে হাসিনা মন্ত্রিসভার দুজন সদস্যকেও। আন্তর্জাতিক মহলের অনুমান, হাসিনার দেশে ফেরার পথ বন্ধ করতেই তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল অন্তর্বর্তী সরকার, যাতে তিনি দেশে ফিরলেই এই মামলায় তাকে গ্রেফতার করা যায়।
 জাতীয়
  • কলকাতার আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যার স্নাতকোত্তর ছাত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশের তদন্তে বড় গাফিলতি আছে, এই পর্যবেক্ষণ জানিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগননম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
  • সংসদের বাজেট অধিবেশনে পেশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। এই বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে। তার সদস্য সংখ্যা ৩১ জন। এই যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে উত্তরপ্রদেশের চারবারের সংসদ জগদম্বিকা পালকে।
খেলা
  • শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বেল।
  • ডোপিংয়ের অভিযোগে ১৮ মাসের জন্য নির্বাসন দেওয়া হলো ভারতের প্যারামপিক খেলোয়াড় প্রমোদ ভগতকে। এর ফলে তিনি প্যারিস প্যারা অলিম্পিকে যোগ দিতে পারবেন না। তিনি টোকিও প্যারা অলিম্পিক প্রতিযোগিতা থেকে সোনার পদক জিতেছিলেন ব্যাডমিন্টনে
বিবিধ
  • ডিম্বানু বা শুক্রাণু দানের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের ওপর শুক্রাণু দাতা বা ডিম্বানু দাত্রির বায়োলজিক্যাল পেরেন্ট হিসাবে কোন আইনি অধিকার নেই, একটি মামলার সূত্রে এই রায় দিল বোম্বে হাইকোর্ট।
  • ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিল টেকনোলজি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস। কর্নাটকের এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে তাঁর হাতে এই সম্মান তুলে দেন কর্নাটকের রাজ্যপাল থবর চন্দ গেহলট।