সুপ্রিম কোর্টে অ্যাটেন্ড্যান্ট নিয়োগ

250
0
SCI Junior Court Attendant Recruitment 2024

সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়ায় ৮০টি শূন্যপদে জুনিয়র কোর্ট অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করা হবে। SCI Junior Court Attendant Recruitment 2024

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণি পাশ। কুকিং/ কালিনারি আর্টসে অন্তত এক বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

কোনো হোটেল/ রেস্টুরেন্ট/ সরকারি বা বেসরকারি দপ্তরে অন্তত তিন বছরের কুকিংয়ের অভিজ্ঞতা।

বয়সঃ ১ অগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা, প্র্যাক্টিক্যাল ট্রেড স্কিল টেস্ট ও ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আইআইটি খড়গপুরে কর্মী নিয়োগ

বেতনঃ লেভেল ৩ অনুয়ায়ী বেসিক পে ২১৭০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফিঃ ৪০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, বিধবা,

বিবাহবিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে আবেদনের ফি ২০০ টাকা।

বিধাননগর পুরসভায় কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.sci.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৩ অগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। SCI Junior Court Attendant Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন