আন্তর্জাতিক
- ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে স্তব্ধ হল ফ্রান্স। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হলুদ জ্যাকেট পরে দেশজুড়ে বিক্ষোভ দেখানো হল। পুলিশের লাঠিতে মৃত্যু হল এক মহিলা বিক্ষোভকারীর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ১৬ বছরের এক দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল এক অনাবাসী ভারতীয়ের। সুনীল আদলা নামের ওই প্রবাসী আদতে তেলেঙ্গানার লোক। গত ৩০ বছর ধরে তিনি আটলান্টিক কাউন্টির এক গির্জায় পিয়ানো বাজানোর কাজ করতেন।
- পাক অধিকৃত কশ্মীরের বাগ জেলায় পাক প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন সমাজকর্মীরা।
- ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হল ৭১।
জাতীয়
- মহারাষ্ট্র সরকার মারাঠাদের চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের সিদ্ধান্ত নিল। মহারাষ্ট্রের জনসংখ্যার ৩০ শতাংশ মারাঠা।
- গ্রিন করিডরের মাধ্যমে দুর্গাপুর থেকে ১৭২ কিমি দূরত্ব ১ ঘণ্টা ৫৫ মিনিটে অতিক্রম করে কলকাতায় এনে কিডনি, লিভার, কর্নিয়া এনে অঙ্গ প্রতিস্থাপনের প্রয়াস নেওয়া হল। ব্রেন ডেথ হওয়া এক কিশোরীর অঙ্গ এভাবে নিয়ে আসা হল।
- অমৃতসরে একটি ধর্মীয় উৎসব চলার সময় জঙ্গিদের গ্রেনেড হামলায় মৃত্যু হল ৩ জনের। নিরঙ্কারি সম্প্রদায় আক্রান্ত হলেন এদিন।
বিবিধ
- চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের ২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মোট ক্ষতির অঙ্ক বেড়ে হল ১৪১৬.২ কোটি টাকা। এই অঙ্ক ৪২৮৪.৪৫ কোটি টাকা ছিল ঠিক এক বছর আগে। অর্থাৎ এক বছরে ক্ষতির অঙ্ক বেড়ে হল ৩ গুণেরও বেশি।
খেলা
- পুনরায় বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ আদবাণী। আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে লং ফর্ম্যাটে তিনি চ্যাম্পিয়ন হলেন। ৫ দিন আগে এই আসরের শর্ট ফর্ম্যাটেও পঙ্কজ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই নিয়ে চতুর্থবার তিনি গ্র্যান্ড ডাবল জিতলেন। এটি তাঁর ২১তম বিশ্বখেতাব।
- শ্রীলঙ্কার ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে ৫৭ রানে জিতল ইংল্যান্ড। ৬ বছর পর এশিয়ায় কোনো টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড।
- এটিপি ট্যুর ফাইনালসে জিতলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। তিনি ফাইনালে হারালেন নোভাক জোকোভিচকে।