রাজ্যে ফিশারি অফিসার

342
0
WBPSC Fishery Extension Officer Recruitment

রাজ্যের ফিশারিস, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার্স দপ্তরে ৮১টি শূন্যপদে ফিশারি এক্সটেনসন অফিসার/ WBPSC Fishery Extension Officer Recruitment

অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার/ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার/ ফিশারি সুপারভাইজার/ অ্যাসে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

বেতনঃ লেভেল ১০ অনুযায়ী ৩২১০০-৮২৯০০ টাকা। যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারি সায়েন্সে চার বছরের ব্যাচেলর ডিগ্রি।

রাজ্যে ফিশারিস, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবারের জ্ঞান থাকতে হবে।

বাংলা অথবা নেপালি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৯ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফিঃ ১৬০ টাকা সঙ্গে সার্ভিস চার্জ ও জিএসটি। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ https://psc.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৩ মে ২০২৪ তারিখ দুপুর ৩টে পর্যন্ত। 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

WBPSC Fishery Extension Officer Recruitment