কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ফেব্রুয়ারি, ২০১৯

500
0
Current Affairs 3 Feb 2019

আন্তর্জাতিক

  • নাইজেরিয়ায় রান শহরে সন্ত্রাসবাদী হামলা চালাল বোকো হারাম। গভীর রাতে শহরের বেশ কিছু  বাড়িতে তারা অগ্নি সংযোগ করে। অন্তত ৬০ জনের মৃত্যু হল।
  • আফিগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে সেখানকার গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়বে ও সন্ত্রাসবাদ মাথা চাড়া দেবে বলে সতর্ক করল ভারত।
  • খ্রিস্টান মুসলিম ধর্ম নিয়ে আলোচনায় যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহি রওনা হলেন পোপ ফ্রান্সিস। এই প্রথম তিনি সেদেশে যাচ্ছেন।

জাতীয়

  • বিহারে রেল দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হল। দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি কামরা লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। শোনপুর ডিভিশনে ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
  • অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির থেকে চুরি গেল ৩টি সোনার মুকুট। মন্দিরটি দ্বাদশ শতকের। মনাইয়াম্মা, শ্রীদেবী এবং ভূদেবীর মাথার স্বর্ণখচিত পাথরের মুকুটগুলি খোয়া গিয়েছে।
  • লোকপাল চালুর দাবিতে আন্না হাজারের অনশন পঞ্চম দিনে পড়ল। সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে তিনি পদ্মভূষণ সম্মান ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিলেন।

বিবিধ

  • পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন মণিপুরের চলচ্চিত্র নির্দেশক আবিরান শ্যাম শর্মা। ২০০৬ সালে তিনি এই সম্মান পেয়েছিলেন। নাগরিক (সংশোধনী) বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই পদক্ষেপ নিলেন।
  • কেন্দ্রের ১৪৫২টি প্রকল্পের মধ্যে ৩৬৩টি প্রকল্পে বাড়তি খরচের অঙ্ক ৩.২২ লক্ষ কোটি টাকা ছাড়াতে চলেছে বলে জানাল কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক।

খেলা

  • নিউজিল্যান্ড সফরে একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে জয়ী হল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে শেষ দুটি ম্যাচ খেলল ভারত। সিরিজে ৪-১ ব্যবধানে ভারত জয়ী হল। পঞ্চম ম্যাচে জয় এল ৩৫ রানে।
  • সেন্ট পিটার্সবার্গ লেডিজ ট্রফি চ্যাম্পিয়ন হলেন কিকি কার্টেন্স। গত ৬ মাসে এটা তাঁর তৃতীয় খেতাব।
  • ভারতের মহিলা হকি দল আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারাল। বিশ্বকাপ রানার্স দলের সঙ্গে প্রীতিমূলক ম্যাচে খেলতে নেমেছিল ভারত। প্রথম ম্যাচ ড্র হয়েছিল।
  • সন্তোষ ট্রফিতে বাংলা প্রথম ম্যাচে বিহারকে ১-০ গোলে হারাল।