Site icon জীবিকা দিশারী

সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে ৪৫০ অ্যাপ্রেন্টিস

Apprentice 2021

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে ৪৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিফিকেশন নম্বর: SECL/BSP/HRD/APPRENTICES/21/4603 (apprentice 2021).

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মাইনিং: ১৪০ (অসংরক্ষিত ৭১, তপশিলি জাতি ১৯, তপশিলি উপজাতি ৩২, ওবিসি ১৮), টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মাইনিং/ মাইন সার্ভেয়িং: ৩১০ (অসংরক্ষিত ১৫৬, তপশিলি জাতি ৭১, তপশিলি উপজাতি ৪৩, ওবিসি ৪০)।

আসাম রাইফেলসে সারা দেশ থেকে ১২৩০ তরুণ-তরুণী নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মাইনিং: মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ডিগ্রি ব সমতুল।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মাইনিং ইঞ্জিনিয়ারিং/ মাইন সার্ভেয়িংয়ে তিন বছরের ডিপ্লোমা। স্নাতকোত্তর ও এমটেক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

চিত্তরঞ্জন লোকোমোটিভে ৪৯২ অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

বয়স: ৫ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

এর আগে অন্য কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদন করতে পারবেন না।

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত (apprentice 2021)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version