আসাম রাইফেলসে সারাদেশ থেকে ১৩৮০ তরুণ-তরুণী নিয়োগ

schedule
2022-06-07 | 08:29h
update
2022-06-07 | 08:32h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পশ্চিমবঙ্গের কোটা সহ সারাদেশ থেকে আসাম রাইফেলসে ১৩৮০ জন তরুণ-তরুণীকে নিয়োগ করা হবে (assam rifles recruitment rally 2022)
টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র‍্যালির মাধ্যমে ।

র‍্যালি শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। মেমো নম্বর: I.12016/Rect Branch/2022/195.

যোগ্যতা ও বয়সসীমা: ব্রিজ অ্যান্ড রোড: মাধ্যমিক বা সমতুল পাশের পর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

ক্লার্ক: উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল। স্কিলটেস্টে থাকবে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে

৩৫ শব্দের গতিতে বা হিন্দিতে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

রিলিজিয়াস টিচার (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): স্নাতক সঙ্গে সংস্কৃতে মধ্যমা বা হিন্দিতে ভুসন। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

অপারেটর রেডিও অ্যান্ড লাইন (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): ম্যাট্রিকুলেশন পাশ সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন বা ইলেকট্রনিক্সে দু বছরের আইটিআই।

অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স সহ দ্বাদশ শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

ভারতীয় রেলে ৫৬৩৬ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুনAMP

Advertisement

রেডিও মেকানিক (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): দশম শ্রেণি পাশ সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন/ টেকনোলজি/

ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ডোমেস্টিক অ্যাপ্লিয়েন্সে ডিপ্লোমা।

অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স সহ দ্বাদশ শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

আর্মোরার (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): দশম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): ইংরেজি,

ম্যাথমেটিক্স, সায়েন্স এবং বায়োলজি সহ দশম শ্রেণি পাশ। হয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

নার্সিং অ্যাসিস্ট্যান্ট (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, বায়োলজি সহ দশম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিকের পর ভেটেরিনারি সায়েন্সে ২ বছরের ডিপ্লোমা ও ১ বছর ভেটেরিনারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ২১-২৩ বছরের মধ্যে।

আয়া (প্যারা মেডিক্যাল), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন: দশম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

ওয়াশারম্যান (শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): দশম শ্রেণি বা সমতুল পাশ। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২২ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ট্রেড টেস্ট (স্কিল টেস্ট), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
মেডিকেল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ব্রিজ অ্যান্ড রোড পদের ক্ষেত্রে ২০০ টাকা, বাকিদের ক্ষেত্রে ১০০ টাকা।

যে কোনো ব্যাঙ্কে নগদে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা দিতে হবে, অ্যাকাউন্ট ডিটেলস: SBI Current Account No. 37088046712 in favor of HQ DGAR,

Recruitment Branch, Shillong-10 at SBI Laitkor Branch, IFSC Code: SBIN0013883.

আবেদনের পদ্ধতি: www.assamrifles.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ২০ জুলাই ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত (assam rifles recruitment rally 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 15:57:20
Privacy-Data & cookie usage: