কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জানুয়ারি ২০২১

712
0

আন্তর্জাতিক
  • গত ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলা চালানোর ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করল পুলিশ। তার মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে দুবার অলিম্পিক সাঁতারের সোনার পদকজয়ী ক্রীড়াবিদ ক্লেট কেলার। অন্যদিকে হামলার সময় স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ চুরি যায়। সেই ল্যপটপের হার্ডড্রাইভ রাশিয়ায় বিক্রির চেষ্টাও করেছিলেন রাইলি জুন নামে এক তরুণী। তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
  • আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৮। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

 

জাতীয়
  • গুজরাটের সুরাটে ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৫ জন শ্রমিক। তারমধ্যে রয়েছেন ৬ জন মহিলা ও একটি শিশুকন্যা। অন্যদিকে জলপাইগুডিতে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হল ১৪ জনের।
  • হাওড়া-কালকা মেলের নাম `নেতাজি এক্সপ্রেস’ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ছদ্মবেশে দেশ ছাড়ার সময় ওই ট্রেনে উঠেছিলেন তিনি। তখন তার নাম ছিল `ফ্রন্টিয়ার মেল’। আসন্ন ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসকে `পরাক্রম দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় অবশ্য আগেই দিনটিকে `দেশপ্রেম’ হিসাবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছিল। রাজ্যসরকর জানিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসটি `দেশনায়ক দিবস’ হিসাবে পালন করা হবে।
  • গোপনীয়তা সংক্রান্ত এবং ফেসবুককে তথ্য দিয়ে দেওয়া বিষয়ে হোয়াটসঅ্যাপ যে নতুন নীতি গ্রহণ করেছে ভারতে তা প্রয়োগ না করার জন্য সংস্থাটিকে চিঠি লিখল কেন্দ্রীয় সরকার।

 

বিবিধ
  • সংসদ ভবনের ক্যান্টিন থেকে ভরতুকি প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটিও এই সুপারিশ করেছিল। ২০১৩-১৪ সালে এই ক্যান্টিনে ১৪ কোটি টাকা ভরতুকি দেওয়া হয়েছিল। সাংসদদের খাবারে বাজারদরের থেকে ৮০ শতাংশ কম দাম নেওয়া হত এতদিন।

 

খেলা
  • ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল। বহু প্রতিবন্ধকতা জয় করে তারা ব্রিসবেন টেস্টে জয়লাভ করল। একই সঙ্গে তারুণ্যের শক্তিতে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও জিতে নিল ২-১ ব্যবধানে। টেস্ট র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ফিরে পেল তারা। অস্ট্রেলিয়া নেমে গেল তৃতীয় স্থানে, নিউজিল্যান্ডের পরে। অথচ ভারতের পক্ষে প্রতিবন্ধকতা ছিল অনেক। অ্যাডিলেডে প্রথম টেস্টের পরেই দেশে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। সেখানে ৩৬ রানে আউট হয় ভারতীয় দল। যা ভারতের টেস্টে করা সর্বনিম্ন স্কোর। ক্রিকেটবোদ্ধারা কেউ-কেউ ঘোষণা করে দেন ভারত ০-৪ ব্যবধানে হারবে। অজিঙ্ক রাহানে ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দেন। ব্রিসবেনে যখন ভারত শেষ টেস্ট খেলছে তখন সিরিজ ১-১। কিন্তু চোটের কারণে দলে নেই রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, গাব্বায় অস্ট্রেলিয়া শেষবার হেরেছিল ৩৮ বছর আগে ভিভিয়ান রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেখানে চতুর্থ ইনিংসে ৩২৮ রান তাড়া করে একদিনে ৩২৪ রান করে ভারত, যাকে অসাধ্যসাধনই বলা যায়। পরিবর্ত হিসাবে অধিনায়কত্ব করে ৫ টেস্টের ৪টিতেই জয়, ১টি ড্র-র কৃতিত্ব দেখালেন রাহানে। জয়ের ভিত গড়ল শুভমন গিলের ৯১ এবং ঋষভ পন্থের ৮৯ রান। ম্যাচের সেরা হলেন পন্থ। এই প্রথম ব্রিসবেনে কোনো টেস্টে জয়লভ করল ভারত।

 

১৮ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন