কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জানুয়ারি ২০২১

schedule
2021-01-28 | 07:13h
update
2021-01-28 | 07:13h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • নেপালে কে পি শর্মা ওলিকে দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করল নেপালের কমিউনিস্ট পার্টি (এনসিপি)। এর আগেই তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী থাকাকালীন দলের মতামতকে গ্রাহ্য না করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপর একক সিদ্ধান্তেই তিনি গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন।
  • পর্তুগালের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হলেন মার্সেলো রেবেলো ডি সুজা। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা পেয়েছেন ৬১.৬ শতাংশ ভোট।

জাতীয়
  • সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মসম্মানপ্রাপকদের নাম প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে এবং পুরাতত্ত্ববিদ বি বি লাল পাচ্ছেন পদ্মবিভূষণ পুরস্কার। সংগীত শিল্পী এস পি বালসুব্রহ্মণ্যমকে দেওয়া হচ্ছে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান। প্রয়াত রাজনীতিবিদ তরুণ গগৈ, রামবিলাস পাসোয়ান, কেশুভাই প্যাটেল, সুমিত্রা মহাজনকে দেওয়া হচ্ছে মরণোত্তর পদ্মভূষণ। শিল্পী নারায়ণ দেবনাথ, তাঁত শিল্পী বীরেন বসাক, ক্রীড়াবিদ মৌমা দাস প্রমুখ পাচ্ছেন পদ্মশ্রী। সাহিত্যিক ধর্মনারায়ণ বর্মা, শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, সমাজকর্মী গুরুমা কমলি সোরেনও পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন
  • জাতীয় ভোটদাতা দিবস পালিত হল। ই-ভোটার কার্ড চালু করা হল এদিন। দেশের সকল ভোটদাতাই ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় ভোটদাতা সেবা পোর্টাল থেকে (nvsp.in) এই ই-কার্ড সংগ্রহ করতে পারবেন।
Advertisement

বিবিধ
  • ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-এর সিইও পার্থ দাশগুপ্তকে দুফায় ১২ হাজার ডলার ও ৪০ লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রিপাবলিক টিভির প্রধান অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা করল মুম্বই পুলিশ। এই মামলায় ৩৬০০ পাতার চার্জশিট পেশ করা হল।
  • ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের ১২৫তম জন্মবার্ষিকীতে ১০০, ৫০ ও ১০ টাকার স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার।
  • ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ জয়তী ঘোষ রাষ্ট্রসঙ্ঘের আর্থিক ও সামাজিক উপদেষ্টা পর্ষদে মনোনীত হলেন। তিনি বর্তমানে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক।

খেলা
  • ব্রাজিলে এক বিমান দুর্ঘটনায় ৪ জন ফুটবলারের মৃত্যু হল। ৬ আসনের বিমানে থাকা বৈমানিক এবং একজন কর্মকর্তারও মৃত্যু হয়েছে। ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব পালমাস তাদের করোনা আক্রান্ত ৪ জন ফুটবলারকে ফিরিয়ে আনার পথে এই চার্টার্ড বিমানটি ভেঙে পড়ে।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে ৬ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। ২ ম্যাচের সিরিজে তারা ২-০ ব্যবধানে জয়ী হল। সিরিজ সেরা হলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
  • চেলসি দলের ফুটবল কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্বার্ডকে অপসারিত করা হল। ইপিএলে পয়েন্টের বিচারে চেলসি এখন নবম স্থান। তাই মরসুমের মাঝপথেই কোচ বদল করা হল।

২৪ জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 08:51:27
Privacy-Data & cookie usage: