কারেন্ট অ্যাফেয়ার্স ২১ নভেম্বর ২০২৩

178
0
Current Affairs 21st November
Courtesy: Foreign Policy

আন্তর্জাতিক
  • ফুটবলার বনাম রাজনৈতিক নেতার ভোট লড়াইয়ে লাইবেরিয়া ভরসা রাখল রাজনৈতিক নেতার উপরেই। সেখানকার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন জোসেফ বোকাই এবং ফুটবল তারকা জর্জ উইয়া। সেখানে বোকাই পেয়েছেন ৫০.৬৪ শতাংশ ভোট, উইয়া  পেয়েছেন ৪৯.৩৬ শতাংশ ভোট।
  • জঙ্গি গোষ্ঠী লস্কর ই তইবাকে নিষিদ্ধ ঘোষণা করল ইজরায়েল। মুম্বই জঙ্গি হামলায় মদত দাতা এই সংগঠন।
  • বিশ্বের আবহাওয়া বিষয়ে সতর্ক করে ‘ব্রোকেন রেকর্ড’ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসঙ্ঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম এই রিপোর্ট পেশ করে সতর্ক করেছে, যদি এই হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে পৃথিবীর উষ্ণতা ২.৫ থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তর কাশিতে সুড়ঙ্গের ভেতর আটকে পড়া শ্রমিকদের ছবি তুলে আনা হলো। যে পাইপ দিয়ে অক্সিজেন, খাবার পাঠানো হচ্ছে সেখান থেকেই পাঠানো হয়েছিল এন্ডোস্কোপিক ক্যামেরা। তবে এখনো তাঁদের উদ্ধার করার বিষয়ে নির্দিষ্ট কিছু বলা সম্ভব হয়নি  ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষে।
  • কংগ্রেসের সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড প্রকাশ করতো অ্যাসোসিয়েটেড জার্নালস। আর এর মালিকানা ছিল ইয়াং ইন্ডিয়ান নামে একটি সংস্কার। এই বিষয়ে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে সংস্থার ৭০০ কোটি টাকারও বেশি অর্থ মূল্যের সম্পত্তি হাতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  তারা দিল্লি , মুম্বই ও লখনৌ এর ন্যাশনাল হেরাল্ড ভবনের দখল নিল।
  • নিজেদের পণ্যের বিজ্ঞাপন দিতে গিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে প্রচার চালানো বন্ধ করতে পতঞ্জলি আয়ুর্বেদকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এলোপ্যাথ বনাম আয়ুর্বেদ নিয়ে বিতর্ক নয়, বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধেরই নির্দেশ দেওয়া হয়েছে বলে স্পষ্ট করে জানানো হয়েছে।
খেলা
  • দোহায় অনুষ্ঠিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা হলো দুজন ভারতীয় প্রতিযোগীর মধ্যে। শেষ পর্যন্ত ১০০০-৪১৬ পয়েন্ট এর ব্যবধানে চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ আদবানি । এই নিয়ে নবম বার লং ফরম্যাট বিলিয়ার্ডসের বিশ্ব খেতাব জিতলেন পঙ্কজ সব মিলিয়ে এটি তাঁর ২৬ তম বিশ্ব খেতাব রানার্স হলেন বাংলার ছেলে সৌরভ কোঠারি।
  • বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ভারত ০-৩ গোলে হেরে গেল কাতারের কাছে। এর আগে বিদেশের মাটিতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু এদিন ঘরের মাঠেই তারা পরাস্ত হলো। প্রসঙ্গত, ফিফা বিশ্ব ক্রম তালিকায় কাতারের স্থান ৬১ এবং ভারতের ১০২।
বিবিধ
  • আলিপুরে নবনির্মিত ধনধান্যে প্রেক্ষাগৃহে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হবেন বলে তিনি ঘোষণা করলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও এদিন উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। শিল্পপতি মুকেশ আম্বানি এদিন মঞ্চ থেকে ঘোষণা করলেন যে আগামী তিন বছরে বাংলায় কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স গোষ্ঠী । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত ছ’বারের বাণিজ্য সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে ১৯ হাজার কোটি মার্কিন ডলার অর্থ মূল্যের বিনিয়োগের প্রস্তাব এসেছে এবং ১২১০৯ কোটি মার্কিন ডলার মূল্যের বিনিয়োগ রূপায়িত হয়েছে।
  • ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেলেন একতা কাপুর। কমেডির জন্য সম্মানিত হলেন বীর দাস। ‘বীর দাস: ল্যান্ডিং’ এর জন্য এই পুরস্কার পেলেন তিনি। এই প্রথম কোন ভারতীয় অভিনেতা কমেডির জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন।
  • অভিনব নজির গড়লো ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র আর টি পি এস। পুরুলিয়ার এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে এদিন উৎপাদন ক্ষমতার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দৈনিক ৬০০ মেগাওয়াট সেখানে ২০ ও ২১ নভেম্বর ৬২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
  • প্রয়াত হলেন চক্ষু চিকিৎসক ডক্টর এস এস বদ্রিনাথ (৮৩)। তিনি শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা।