রাশিয়ায় আততায়ীদের হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হল। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মস্কোর ক্রস্নোগ্ররস্কের ক্রকাশ সিটি হলে ‘পিকনিক’ নামে একটি গানের ব্যান্ডের অনুষ্ঠান চলার সময় দর্শক আসন থেকেই আততায়ীরা গুলি চালাতে শুরু করে। একাধিক নিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে। এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসবাদী সংস্থার যোগাযোগ আছে কিনা জানা যায়নি। প্রসঙ্গত, ২০০২ সালে মস্কোর একটি থিয়েটার হলে চেচেন জঙ্গিদের হামলায় ১৭২ জনের মৃত্যু হয়েছিল।
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা আরো তীব্র করল রাশিয়া। জাপোরিজিয়ায় নিপ্র জলবিদ্যুৎ কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। অন্তত ৯০ টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানা গেছে।
হাইতির পরিবেশ ক্রমশই অশান্ত হয়ে পড়েছে। চলছে হিংসা ও অবাধ লুটপাট। সেখান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য শুরু হয়েছে ‘অপারেশন ইন্দ্রাবতী’। এই অভিযানে ভারতীয় নাগরিকদের হাইতি থেকে ডোমিনিয়ন রিপাবলিকে নিয়ে যাওয়া হচ্ছে।
কানাডায় মোট জনসংখ্যার ৬.২%ই হলো বিদেশ থেকে অস্থায়ী ভিত্তিতে কাজে আসা মানুষজন। এবার সেটাই কমিয়ে ৫ শতাংশ করা হবে বলে জানালো কানাডার অভিবাসন দপ্তর। এর ফলে ভারতীয় ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের ওপর প্রভাব পড়তে পারে। বর্তমানে কানাডায় ১০ লক্ষাধিক ভারতীয় বসবাস করেন।
জাতীয়
ভুটান সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে তাঁকে ‘অর্ডার অব ড্রুক গ্যালাপো’ সম্মানে ভূষিত করা হল। এটি ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান। এই প্রথম কোন বিদেশি রাষ্ট্রনায়ককে এই সম্মানে ভূষিত করল ভুটান। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ভুটানের ১১৪ তম জাতীয় দিবস উদযাপনের সময়ই এই ঘোষণা করেছিলেন ভুটানের রাজা।
ভারতের বিজ্ঞানী জয়ন্ত মূর্তির নামে একটি গ্রহানুর নামকরণ করা হল। ওই গ্রহাণুটি এতদিন ২০০৫ ইএক্স ২৯৬ নামে চিহ্নিত ছিল। এবার তার নাম হলো জয়ন্ত মূর্তি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই নাম রাখল।
খেলা
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে কাতার ৩-০ গোলে হারিয়ে দিল কুয়েতকে। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে এই দুই দল।
বিবিধ
অ্যাবেল পুরস্কার পেলেন ফরাসি গণিতজ্ঞ মিশেল তালা গ্রাঁ । প্রসঙ্গত নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটার্স এই পুরস্কার দেয়। একে অংকের নোবেল পুরস্কার বলে মনে করা হয়। ৭২ বছর বয়স হয়েছে এই ফরাসি গণিতজ্ঞের। এই নিয়ে পঞ্চম কোন ফরাসি গণিতজ্ঞ অ্যাবেল পুরস্কার পেলেন।
‘পুষ্পকে’র পরীক্ষামূলক অবতরণ সফল হল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্নাটকের চিত্রদুর্গ জেলায় এই পরীক্ষামূলক অবতরণ করালো। ‘পুষ্পক’ একটি পুন:ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল। বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে মধ্য আকাশে ছেড়ে দেওয়া হয় তাকে। এই মহাকাশযান প্যারাসুট খুলে গতি নিয়ন্ত্রণ করে নিজেই রানওয়ে খুজে নিয়ে সাফল্যের সঙ্গে অবতরণ করেছে। এই নিয়ে এই মহাকাশযানটির দ্বিতীয় পরীক্ষাও সফল হল।