কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ অক্টোবর ২০২৩

169
0
Current Affairs 24th October

আন্তর্জাতিক
  • মানবিক কারণে দুজন বৃদ্ধ পণবন্দিকে মুক্তি দিলো হামাস জঙ্গিরা। গত ৭ অক্টোবর ইজরায়েল থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। মুক্তির পর এই দুই বৃদ্ধই অবশ্য হামাসের আতিথেয়তার এবং ব্যবহারের প্রশংসা করেছেন। মিশরের মধ্যস্থতায় এবং রেড ক্রস সোসাইটির সদস্যদের উপস্থিতিতে তাঁদের মুক্তি দেওয়া হয়।
  • রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেল দাবি করেছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এদিন ক্রেমলিনের তরফে সরকারিভাবে বলা হলো, এই তথ্য ভুয়ো। পুতিন সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
জাতীয়
  • বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলো। এর নাম দেওয়া হয়েছে হামুন। এটি বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের অভিমুখে এগিয়ে চলেছে বলে জানা গেছে।
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান অভিযানে সামনের বছর মহাকাশে রোবট পাঠাবে। এই পরীক্ষামূলক অভিযান সফল হলে পরবর্তী ধাপে তিনজন নভশ্চর মহাকাশে পাঠানো হবে। তাঁরা লো আর্থ অরবিটে পৃথিবী প্রদক্ষিণ করে ফিরবেন।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে তারা ৩৮২ রান তোলে। এদিন বিস্ফোরক শতরান করলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তিনি ১৪০ বলে ১৭৪ রান করেন। চলতি বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় শতরান। এদিন নিজের ১৫০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন কুইন্টন ডি কক। এদিন ম্যান অফ দ্য ম্যাচ হন তিনিই। বাংলাদেশের মাহমুদুল্লাহ করলেন ১১১ বলে ১১১ রান। বিশ্বকাপে পঞ্চম ম্যাচে এটি তাদের চতুর্থ পরাজয়।
  • চিনের হ্যাং ঝাউতে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসে মোট ৩৫টি পদক জিতে ভারত রয়েছে পদক তালিকার পঞ্চম স্থানে। এদিন মেয়েদের ৪০০ মিটার টি কুড়ি বিভাগে ভারতের দীপ্তি জীবনজী সোনা জিতলেন। ছেলেদের ৫০০০ মিটার ১৩ বিভাগে শোনা জিতলেন ভারতের শরথ শঙ্করাপ্পা।
  • এএফসি কাপের ম্যাচে মোহনবাগান ও বসুন্ধরা কিংসের মধ্যে খেলা অমীমাংসিত থাকল ২-২ গোলে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হলো।
বিবিধ
  • এবার থেকে সমাজমাধ্যম এক্স ব্যবহার করতে হলে গাঁটের কড়ি খরচ করতে হবে। এক্স এর মালিক ইলান মাস্ক জানিয়েছেন, প্রতি মাসে ৮ ডলার খরচ করতে হবে এক্স ব্যবহার করতে হলে। তবে আরো ব্যয়বহুল একটি সংস্করণ থাকছে যেখানে এক্স -এ কোন বিজ্ঞাপন থাকবে না।
  • ২০৩০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতির মাপ হতে পারে ৭.৩ লক্ষ কোটি ডলার সেক্ষেত্রে জার্মানি ও জাপানকে অতিক্রম করে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে। এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স তাদের বার্ষিক রিপোর্টে এই তথ্য পেশ করেছে।