কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ অক্টোবর ২০২৩

154
0

আন্তর্জাতিক
  • প্রায় সারাদিন ধরে গাজা ভূখণ্ডে বিমান হানা চালিয়ে গেল ইজরায়েল। কেবলমাত্র একদিনে এই হামলায় প্রাণহানি হয়েছে অন্তত ৭৫০ জনের। ১৮ দিনের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৫০০ ছাড়িয়ে গেল। তার মধ্যে ২৭০৪ জন শিশু। গাজায় ইজরায়েলের এই হামলার কঠোর ভাষায় নিন্দা করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এতে রুষ্ট হয়েছে ইজরায়েল। তারা বলেছে, রাষ্ট্র সংঘের শত্রু মনোভাবাপন্ন আধিকারিকদের ইজরায়েল থেকে বিতাড়িত করা হবে। রাষ্ট্রসঙ্ঘের আধিকারিকদের ভিসা দেওয়া বন্ধ করল তারা।
  • চিনের প্রতিরক্ষা, অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের তিনজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো। তাঁদের অপসৃত করার কোন কারণ জানানো হয়নি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ – এর স্পিকার নির্বাচিত হলেন মাইক জনসন। তিনি ম্যাকার্থির স্থলাভিষিক্ত হলেন।
জাতীয়
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পুরনো ছাত্রদের হাতে নিষ্ঠুর অত্যাচারে গত আগস্ট মাসে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় এদিন চার্জশিট পেশ করলো কলকাতা পুলিশ। এই ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
খেলা
  • এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রানে জেতার রেকর্ড সম্ভবত এদিনই করে ফেলল অস্ট্রেলিয়া। এ দিন তারা ৩০৯ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে। প্রথমে ব্যাট করে ৮ উইকেট কুইয়ে তারা ৩৯৯ রান করে। বিশ্বকাপে দ্রুততম শতরানের নজির গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি মাত্র ৪০ বলে শতরান করলেন। তিনি ভাঙলেন বিশ্বকাপে ডেভিড মার্করামের ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড। ডেভিড ওয়ার্নারও এদিন শতরান করেছেন। এদিন ৬০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করলো অস্ট্রেলিয়া। এটি একটি রেকর্ড। ৯৯১ টি ম্যাচ খেলে এই রেকর্ড স্থাপন করল অস্ট্রেলিয়া। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে ভারত তারা ৫৫২ টি ম্যাচ জিতেছে। তৃতীয় স্থানে আছে পাকিস্তান তারা জিতেছে ৫১০ টি ম্যাচ।
বিবিধ
  • ইজরায়েল -হামাস দ্বন্দ্বে গোটা বিশ্বজুড়েই শেয়ারবাজার টলমল করছে। ভারতীয় শেয়ার বাজারেও তার আঁচ পড়ছে প্রবল ভাবে। এদিন মুম্বই স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স- এর ৫২২ অংক এবং নিফটির ১৫৯ অংক পতন হয়েছে। টানা ৬ দিন ধরে শেয়ার সূচক নিম্নমুখী। এই সময়ে সেন্সেক্সের মোট পতন হয়েছে ২৩৭৯ অংক এবং নিফটির ৬৯০ অংক। এই ছয় দিনে লগ্নিকারীদের ১৪.৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।