কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মার্চ, ২০২২

329
0
current affairs 4 march

 আন্তর্জাতিক

  • ইউক্রেনের জাপোরেশিয়া পরমাণবিক কেন্দ্রে আগুন লেগে গেল। ইউরোপে এই বৃহত্তম পরমাণু বিদ্যুত কেন্দ্রের আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে আগুন লাগে বলে ইউক্রেনের দাবি। রাশিয়া অবশ্য ঘটনার দায় ঠেলে দিয়েছে কিয়েভের সমর্থকদের দিকে। ইউরোপে মোট ১৫টি পরমাণু কেন্দ্র রয়েছে। এদিকে রাশিয়া দাবি করল, ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তাঁকে গত এক সপ্তাহে ৬ বার হতার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানাল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা।

  •  উত্তর পশ্চিম পাকিস্তানের পেশোয়ারে শিয়া মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৬৫ জনের। জখম হলেন ১০০ও অধিক। তেহরিক ই তালিবান পাকিস্তানকে এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে । দীর্ঘ ২৪ বছর পর এদিনই পাকিস্তানে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ। বিস্ফোরণ স্থল থেকে ১৮৭ কিমি দূরে।

জাতীয়

  • যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে গুলিবিদ্ধ হলেন ভারতীয় ছাত্র হরজোত সিং। বহু ভারতীয় ছাত্রছাত্রী এখনও আটকে আছে ইউক্রেনে।

  • বিহারের ভাগলপুরে একটি বাডিড়তে বিস্ফোরণে প্রাণ হারালেন ১৪ জন। বাডিড়টিতে লুকিয়ে বাজি তৈরি হত বলে অভিযোগ।

 খেলা

  •  মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হলন কিংবদন্তি ক্রিকেটার সিপ্েনের জাদুকর শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ১৪৫ টেস্টে ৭০৮ এবং ১৯৪টি একদিনের আ্নতর্জাতিক ম্যাচে ২৯৩টি উইকেট রয়েছে তাঁর। আইপিএলে ৫৫টি ম্যাচ খেলে পেয়েছিলেন ৫৭টি উইকেট। টেস্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এক ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন ১৯৯৪ সালে। অ্যাসেজে ১৯৫ উইকেট পেয়েছেন যা সর্বোচ্চ। অস্ট্রেলিীয় এই ক্রিকেটার ২০০৫ সালে এক ক্যালেন্ডার বছরে ৯৬টি উইকেট পান যা এখনও রেকর্ড।

  • ৩০০ তম টেস্ট ম্যাচ খেলল শ্রীলঙ্কা। মোহালিতে তাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৭ রান। বিরাট কোহলি এদিন শততম টেস্ট খেললেন। পাশাপাসি ১৬৯ ইনিংস খেলে টেস্টে ৮০০০ রানও পূর্ণ করে ফেললেন। ৪৫ রান করে লাসিথ এম্বুলডেনিয়ার বলে বোল্ড হলেন তিনি।

  •  প্রথম উইকেট রক্ষক হিসেবে টেস্ট শতরানকারী তথা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ উইকেট রক্ষক অস্টেরিলয়ার ক্রিকেটার রডনি মার্শ (৭৪) প্রয়াত হলেন। ৯৬ টেস্টে ৩৫৫ ক্যাচ ধরেছিলেন তিনি। এর মধ্যে ৯৫টি ছিল ডেনিস লিলির বোলিংয়ে। 

বিবিধ

 ২০২১ সালে দেশ থেকে চা রপ্তানি হয়েছে ১৯.৫৫ কোটি কেজি। তার আগের বছরে তা ছিল ২০.৯৭ কোটি কেজি। ২০২১ সালে ৫২৪৬.৮৯ কোটি টাকার চা রপ্তানি করেছে বারত। 

 

CURRENT Affairs 4 march, 2022