কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মার্চ ২০২২

257
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ইউক্রেনের রাজধানী কিয়েভে সহ বড় শহরগুলিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে বলে দাবি করল রাশিয়া। চিনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলোনস্কি মধ্যস্থতায় সমঝোতার যে বার্তা পাঠিয়েছিলেন তার কোনো জবাব দেয়নি রাশিয়া।
  • পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় বহু বাংলাভাষী মানুষের বাস। সেখানকার স্টেশনের নাম বাংলা হরফে লেখার জন্য লন্ডনের মেয়র সাদিক খানকে চিঠি লিখেছিলেন হ্যামলেট বরোর মেয়র জন বিশ্বাস। তাঁর আবেদনে সাড়া দিয়ে টিউব রেলে এই স্টেশনের নাম বাংলাতেও লেখা হয়েছে।
জাতীয়
  • কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মাপকাঠি অনুযায়ী গঙ্গাস্নানের যোগ্য বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু।
  • দু’বছর আগে দিল্লি সংঘর্ষ মামলায় ইউএপিএ আইনে অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ইসরাত জাহানকে জামিন দিল দিল্লির আদালত।
  • লাদাখে চিন সীমান্ত বরাবর ৩২ টি সড়ক ও হেলিপ্যাড তৈরি করা হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।
খেলা
  • দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে পরাজিত করলো ভারত। ম্যান অফ দ্যা ম্যাচ হলেন শ্রেয়াস আইয়ার। ‘ম্যান অব দ্য সিরিজ’ হলেন রিষভ পন্থ। সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারত।
  • মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ৯ রানে হারিয়ে দিল পাকিস্তানকে। বিশ্বকাপের ইতিহাসে এটাই তাদের প্রথম জয়।
  • জলন্ধরে কবাডি ম্যাচ চলার সময় আততায়ীর গুলিতে নিহত হলেন কবাডি খেলোয়াড় সন্দীপ নাগাল আম্বিয়ান।
বিবিধ
  • ফেব্রুয়ারি মাসে খুচরো মূল্য বৃদ্ধির হার হয়েছে  ৬.০৭ শতাংশ।। এই হার গত ৮ মাসের মধ্যে সবথেকে বেশি । পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির হার ছিল ১২.৯৬ শতাংশ।