কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২২

schedule
2022-06-01 | 07:04h
update
2022-06-01 | 07:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Sky sports

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস প্রদেশের সালেমে ১৬৯৩ সালে একটি মামলায় এলিজাবেথ জনসন জুনিয়রকে `ডাইনি’ হিসেবে দোষী সাব্যস্ত করে মৃত্যদণ্ড দিয়েছিল আদালত। সেই ঘটনার ৩২৯ বছর পরে সেখানকার আইনসভা তাঁকে নির্দোষ বলে ঘোষণা করল।
  • ১৯ জন পর্যটক ও ৩ জন কর্মীসহ নিখোঁজ হয়ে গেল নেপালের বেসরকারি তারা এয়ারের একটি বিমান। পোখরা থেকে জনসম যাওয়ার পথে বিমানটি দুর্ঘটনায় পডে বলে সন্দেহ করা হচ্ছে।

 

জাতীয়
  • পাঞ্জাবের আপ সরকার ক্ষমতায় এসেই ৪২৪ জনের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করেছিল। তারমধ্যে পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল ২৪ ঘণ্টা আগে। তারপরই পাঞ্জাবের মানসা জেলায় আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। গোন্ডি ব্রাক কানাডা নামে এক প্রবাসী দুষ্কৃতী এই ঘটনার পিছনে বলে সন্দেহ পুলিশের। ২৮ বছর বয়সী এই গায়কের আসল নাম শুভদীপ সিং সিধু।
  • ২ বছর পর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস পুনরায় যাত্রা শুরু করল। অন্যদিকে বাংলাদেশ থেকেও ভারতে আসার মৈত্রী স্পেশাল চালু হল।
  • সংখ্যালঘুদের পরিচয় জ্ঞাপক প্রমাণপত্র দেওয়ার সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন ও পারসিরা এই প্রমাণপত্র পাবেন।
Advertisement

 

খেলা
  • উয়েফা চ্যাম্পিয়ন্স খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। প্যারিসে ফাইনালে তারা ১-০ গোলে পরাস্ত করল লিভারপুলকে। গোলটি করলেন ভিনিমিয়াস জুনিয়র। এটি রিয়ালের ১৪ তম চ্যাম্পিয়নস লিগ।
  • অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হল গুজরাট টাইটান্স। ফাইনালে তারা ৭ উইকেটে পরাস্ত করল রাজস্থান রয়্যালসকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন হার্দিক পান্ডিয়া। ম্যান অব দ্য সিরিজ জস বাটলার। তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী (৮৬৩)। সর্বোচ্চ উইকেট (২৭) যজুবেন্দ্র চহালের।

 

বিবিধ
  • গত অর্থবর্ষে দেশের সর্বাধিক মুনাফাকারী দুটি সংস্থার শিরোপা পেল যথাক্রমে রিলায়েন্স ইন্ড্রাস্টিজ (৬৭৮৪৫ কোটি) এবং ওএনজিসি (৪০৩০৫ কোটি)। ওএনজিসির মুনাফা বৃদ্ধি পেয়েছে ২৫৮ শতাংশ।

২৮ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 02:04:11
Privacy-Data & cookie usage: