আন্তর্জাতিক
- কানাডায় দাবানল ঠেকাতে সেনা নামাল প্রশাসন (daily current affairs)। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে অন্তত ১৫০টি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে। এই প্রদেশে বছরের এই সময়ে উষ্ণতা থাকে মোটামুটি ২০ডিগ্রি সেলসিয়াসের মতো। সেখানে চলতি সপ্তাহে ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে উষ্ণতা।
- তুরস্ক সহ ১৪টি দেশ শিশুদের সেনা হিসাবে নিয়োগ করছে বলে অভিযোগ করল মার্কিন যুক্তরাষ্ট্র। তুরস্ক জঙ্গি গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে তুরস্কও। তাদের দাবি সিরিয়ার কুর্দ বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই।
জাতীয়
- ফ্রান্সের থেকে রাফাল সংস্থার ৩৬টি বিমান কেনার জন্য ২০১৬ সালে চুক্তি করেছিল ভারত। ৫৯ হাজার কোটি টাকার এই চুক্তি নিয়ে তদন্ত শুরু করল ফ্রান্সের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটর। ফ্রান্সের আর্থিক অপরাধ দমন শাখাও তদন্ত শুরুর কথা স্বীকার করেছে। প্রসঙ্গত ১৬৭০.৭০ কোটি টাকা দরে প্রতিটি বিমান কিনেছে ভারত। অভিযোগ ২০১২ সালে রাফাল বিমান কেনার জন্য যখন কথা হয়েছিল তখন এর দাম ছিল এক তৃতীয়াংশ।
- উত্তরাখন্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং দামি। তিনি ওই রাজ্যের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হবেন।
বিবিধ
- সব যাত্রীবাহী ট্রেনের কামরায় বায়ো টয়লেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করল রেলকর্তৃপক্ষ। ২ লক্ষ ৫৯ হাজার বায়োটয়লেট বসানোর ফলে রেল লাইনের ক্ষয়ক্ষতি হ্রাস পাবে। এতে বছরে ৪০০ কোটি টাকার ক্ষতি আটকানো যাবে।
- আরও একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশে পাড়ি দিতে চলেছেন। তাঁর নাম সিরিষা বান্দলা। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে তাঁর জন্ম। লেখাপড়া করেছেন মার্কিন মুলুকের টেক্সাসে। ভার্জিন গ্যালাক্টিন সংস্থার হয়ে মহাকাশে যাবেন সিরিষা। এর আগে কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে মহাকাশে গিয়েছিলেন।
খেলা
- ২০১৫ ও ২০১৬ কোপা চ্যাম্পিয়ন চিলি এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতায় ব্রাজিলের কাছে ০-১ গোলে পরাস্ত হল। অন্য ম্যাচে পেরু টাইব্রকারে ৪-৩ গোলে হারিয়ে দিল প্যারাগুয়েকে।
- ১৯৯২ সালের পর ইউরো কাপের সেমিফাইনালে উঠল ডেনমার্ক। কোয়ার্টার ফাইনালে তারা দুই এক গোলে হারিয়ে দিল চেক প্রজাতন্ত্রকে।
- মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সবথেকে বেশি রানের নজির গড়লেন ভারতের মিতালি রাজ। এদি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি এই নজির গড়লেন। তিন ধরনের ফরম্যাটে তিনি টপকে গেলেন ইংল্যান্ডের শার্লট এডোয়ার্ডসকে।
২ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন