কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুন ২০২২

schedule
2022-06-24 | 07:46h
update
2022-06-24 | 07:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: BBC

আন্তর্জাতিক

  • ভিডিও মাধ্যমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষপর্যায়ের বৈঠক শুরু হল। ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা রয়েছে এই গোষ্ঠীতে। বিশ্বের মোট জিডিপি-এর এক চতুর্থাংশ এই দেশগুলির।
  • আফগানিস্তানের পাকটিকা ও খোস্ত প্রদেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এখনও পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বিপদ বাড়িয়েছে আচমকা প্লাবন।
  • বসবাস করার জন্য বিশ্বের কোন শহর সবথেকে উপযুক্ত তার তালিকা প্রকাশ করল ইকনমিস্ট ইনটেলিজেন্স ইুনিট। এই তালিকার প্রথম পাঁচটি স্থান পেল যথাক্রমে ভিয়েনা, কোপেনহাগেন, জুরিখ, ক্যালগেরি এূং ভ্যাঙ্কুভার।
Advertisement

 

জাতীয়
  • ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন আইপিএস অফিসার দীনকর গুপ্ত।
  • নজিরবিহীন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শিলচরে। প্রায় ৪০০০ ট্রান্সফর্মার জলের তলায়। অসমে ৩০টি জেলার ৪৫ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

খেলা
  • এফআইএইচ প্রো লিগ মেয়েদের হকিতে তৃতীয় স্থান পেল ভারত। এদিন ভারত হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। প্রথম দুটি স্থান পেয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।
  • ফিফা বিশ্ব ফুটবলের ক্রমতালিকায় প্রথম ৫টি স্থান পেল যথাক্রমে ব্রাজিল, বেলজিয়াম, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড। ২ ঝাপ এগিয়ে ভারতের ক্রম এখন ১০৪।
  • রঞ্জি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুম্বই প্রথম ইনিংসে করল ৩৭৪ রান। শতরান (১৩৪) করলেন সরফরাজ খান।

 

বিবিধ
  • রেকর্ড তলানিতে পৌঁছল টাকার দাম। এদিন তা হয়েছে ৭৮ টাকা ৩২ পয়সা প্রতি ডলার।
  • স্কুল ছেড়েছিলেন ৩৭ বছর আগে। অবশেষে ৫০ বছর বয়সে মহারাষ্ট্রে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৭৯.৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেন কোনেতকর কল্পনা অচ্যুত নামের এক মহিলা।

 

২২ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2024 - 22:55:41
Privacy-Data & cookie usage: