কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ নভেম্বর ২০২২

schedule
2022-11-29 | 10:37h
update
2022-11-29 | 10:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক 
  • জঞ্জালের পাহাড়। উচ্চতা দশ তলা বাড়ির সমান। সেই জঞ্জালের পাহাড়ে ধস নেমে অন্তত ১৪ জনের মৃত্যু হল ক্যামেরুনের রাজধানী ইয়াউণ্ডেয়তে।
  • রাশিয়া – ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিল ভ্যাটিকান। স্বয়ং পোপ ফ্রান্সিস কথা বলতে আগ্রহ দেখিয়েছিলেন। রাশিয়া এই প্রস্তাবে সম্মত হয়েছে। ইউক্রেনের মতামত জানা যায়নি।
  • চিনে করোনা প্রতিরোধে সরকারের কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘সাদা কাগজ’। প্রতিবাদীদের বক্তব্য, চিনে চাইলেই মনের কথা প্রকাশ করা যায় না , তাই সাদা কাগজ দেখিয়েই ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।
  • বেলজিয়াম জুড়ে ছড়িয়ে পড়ল অশান্তি আর দাঙ্গা। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় মরক্কোর কাছে হেরে গেছে বেলজিয়াম। তারপরই সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। ব্রাসেলস ছাড়াও বেলজিয়ামের আরও একাধিক জায়গা ক্ষুব্ধ ক্রীড়ামোদীদের ক্ষোভের শিকার হয়।
 জাতীয় 
  • দেশে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নর্দমা পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন শ্রমিক। শুধু উত্তর প্রদেশেই প্রাণ হারিয়েছেন ৫২ জন। দিল্লিতে ৪২ জন। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রক এই তথ্য জানিয়েছে। প্রসঙ্গত , ২০১৩ সালের ডিসেম্বর মাসে ম্যানুয়াল স্ক্যাভেনজিং বন্ধ করতে আইন জারি করা হয়েছিল।
  • পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দুয়ারে রেশন প্রকল্প চলবে বলে জানালো সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকার গত বছরের ১৫ সেপ্টেম্বর দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট শুরু করেছিল। কলকাতা হাইকোর্ট এই প্রজেক্টকে অবৈধ বলে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার।
Advertisement

খেলা 
  • কাতার বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচে জিতে তারা নিশ্চিত করল শেষ ষোলো। সুইজারল্যান্ডের বিরুদ্ধে তারা ১-০ গোলে জয় লাভ করল। একমাত্র গোলটি করলেন কাসেমিরো। ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে ব্রাজিল কাতার বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। আর তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে পৌঁছল পর্তুগাল । তারা ২-০ গোলে পরাস্ত করল উরুগুয়েকে। ক্যামেরুন ও সার্বিয়ার খেলা ৩-৩ গোলে অমীমাংসিত থাকল । ঘানা ৩-২ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে।
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হওয়ার জন্য আবেদন পত্র আহ্বান করেছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড। সেখানে ৬ জন প্রাক্তন ক্রিকেটার আবেদন জানিয়েছেন। তাঁরা হলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ, নয়ন মোঙ্গিয়া,  মনিন্দার সিং, হেমাঙ্গ বাদানি, শিবসুন্দর দাস এবং অজয় রাতরা।
  • অভিনব রেকর্ড গড়লেন ঋতুরাজ গাইকোয়ার। এক ওভারে ৭টি ওভার বাউন্ডারি মারলেন তিনি (একটি নো বল ছিল) । বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের হয়ে উত্তর প্রদেশের বিরুদ্ধে এই কীর্তি স্থাপন করেন তিনি। ৪৯ তম ওভারে শিবা সিংয়ের প্রতিটি বলে ওভার বাউন্ডারি  মেরে তিনি স্পর্শ করলেন যুবরাজ সিংয়ের রেকর্ড। ঋতুরাজ ১৫৯ বলে ১৬ টি ওভার বাউন্ডারিসহ অপরাজিত ২২০করলেন । শিবা  ওই ওভারে উঠেছে ৪৩ রান , যা একটি রেকর্ড ।
বিবিধ 
  • শেয়ার সূচক সেনসেক্স নতুন উচ্চতায় পৌঁছল ( ৬২৭০১.৪০ পয়েন্ট )। বাজার বন্ধের সময় তা ছিল ৬২৫০৪ পয়েন্ট। এটি নতুন রেকর্ড।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ নভেম্বর ২০২২AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 20:59:08
Privacy-Data & cookie usage: