কারেন্ট অ্যাফেয়ার্স ২ জানুয়ারি ২০২৩

schedule
2023-01-05 | 05:58h
update
2023-01-05 | 05:58h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Yahoo News

আন্তর্জাতিক
  • রুশ ইউক্রেনের যুদ্ধে এবার আক্রান্ত হল রাশিয়া। নববর্ষের রাতে ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছেন এই হামলায় ।ম্যাকিভকা এলাকায় একটি কারিগরি শিক্ষার স্কুলে হানা দেয় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সেনা সূত্রে জানা গিয়েছে, রুশদের দখলে থাকা দনেৎস্ক অঞ্চলে ওই ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে সেখানকার রুশপন্থী প্রশাসনও। অন্যদিকে কিয়েভে এদিনও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া।
  • চিনের নতুন বিদেশমন্ত্রী হলেন কুন গং। তিনি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বিদায়ী ওয়াং ই এক দশক ওই পদে ছিলেন।
  • বাংলাদেশ জলসীমান্তে ভিড়তে দেওয়া হল না রাশিয়ার একটি জাহাজকে। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাশিয়া থেকে আসছিল ‘উরসা মেজর’ জাহাজটি। বাংলাদেশে পৌঁছনোর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ঢাকাকে জানানো হয়, ওই জাহাজটি স্পার্টা থ্রি নামে রুশ মালিকানাধীন একটি জাহাজ, যার উপর নিষেধাজ্ঞা আছে।
Advertisement

 জাতীয়
  • কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল তা ভুল নয়। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল। প্রসঙ্গত, নোটবন্দির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, সরকার উপযুক্ত পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেয়নি । অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি করা হয়েছিল । পুরনো নোট বদলানোর জন্য  ৫২ দিন সময়কেও ‘অযৌক্তিক’ বলে দাবি করেন আবেদনকারীরা। বিচারপতিরা চারজন একমত হয়ে এই রায় দিয়েছেন। একমাত্র বিচারপতি বি ভি নাগরত্না এই নোট বাতিলকে অবৈধ বলেছেন।
  • দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করল বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো প্রথম যাত্রীর হাতে এদিন উপহার তুলে দেওয়া হয়।
  • দিল্লির সুলতানপুরী তে গাড়ির চাকায় ঘষটে এক তরুণীর মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল । বারবার ফোন গেলেও পুলিশ গা ঘামায়নি বলে অভিযোগ। এই ঘটনায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার পদত্যাগ দাবি করল আম আদমি পার্টি।
 খেলা
  • ব্রাজিলের সাও পাওলো শহরে হাজার হাজার মানুষ সমবেত হয়ে ফুটবল সম্রাট পেলের মরদেহে শ্রদ্ধা অর্পণ করলেন। ৩জানুয়ারি তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন প্রথা মেনে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হল। পূর্ব ঘোষণামতোই এদিন ভোরে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয় স্যান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানেই তাঁকে  শ্রদ্ধা জানালেন সাধারণ মানুষ।
  • মার্টিনা নাভ্রাতিলোভা গলা এবং স্তনের ক্যানসারে আক্রান্ত। সোমবার নিজেই সে খবর জানিয়েছেন। প্রাক্তন টেনিস তারকার আশা, দ্রুত চিকিৎসা করে সুস্থ হয়ে উঠবেন তিনি। ১৩ বছর আগে রেডিয়েশন থেরাপি করে  ক্যানসার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। আশা করা হয়েছিল, আর এই রোগ ফেরার সম্ভাবনা নেই।কিন্তু এখন দেখা যাচ্ছে, এই রোগ পুনরায় আক্রমণ শানিয়েছে।

 

বিবিধ
  • দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অ্যাভেঞ্জার খ্যাত অভিনেতা জেরেমি রেনার। নতুন বছরে বরফ সরাতে গিয়ে একাধিক চোট পেয়েছেন তিনি।  এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই খবর শোনার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা।

 

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারি ২০২৩AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2024 - 15:57:05
Privacy-Data & cookie usage: