কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জানুয়ারি ২০২৩

schedule
2023-01-05 | 06:03h
update
2023-01-05 | 06:03h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • তিন বছর পর পুনরায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে চিন। তারা প্রকৃত তথ্য প্রকাশ করেছে না বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ অনেকগুলো দেশ তাদের মাটিতে চিনের নাগরিকদের প্রবেশে শর্ত জারি করল। সাংহাইয়ের একজন নামজাদা চিকিৎসক দাবি করলেন, ওই শহরের ২.৬৩ বাসিন্দার ৭০ শতাংশই করোনা আক্রান্ত হয়েছেন।

 

জাতীয়
  • অস্ট্রিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদত নিয়ে পাকিস্তানের জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। ইউরোপের দেশগুলোর রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তথ্য পেশ করে তিনি বলেন যে, ভারতের থেকে ছয় গুণ বেশি তেল কিনেছে তারা।
  • ফের ওড়িশায় মৃত্যু হল এক রাশিয়ান নাগরিকের। গত এক পক্ষকালের মধ্যে এই নিয়ে তৃতীয়বার ওড়িশায় কোনও রাশিয়ান নাগরিকের মৃত্যু হল। জানা গিয়েছে, মৃতের নাম মিলিয়াকভ সার্গেই। তিনি একটি মালবাহী জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। এম ভি আলদানাহ নামের ওই জাহাজেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement

খেলা
  • ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ রানে জয়ী হল হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন ভারত।  প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রান করেছিল ভারত। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হল ১৬০ রানে।
  • রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলা প্রথম দিনে ৩ উইকেটে ২৬৯ রান করল। বাংলার অভিমন্যু ঈশ্বরন অপরাজিত রয়েছেন ১৪১ রানে।এই নিয়ে পরপর ৫ ম্যাচে অভিমন্যু শতরান করলেন। ৯০ রান করেছেন সুদীপ ঘরামি।
  • কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার তথা প্রাক্তন কোচ শ্যামল ঘোষ (৬৯) প্রয়াত হলেন। তিনি ষাটের দশকে ময়দানের অন্যতম সেরা ডিফেন্ডার হিসাবে বিখ্যাত ছিলেন। কোচ হিসাবেও তিনি সাফল্য পেয়েছেন। তবে ভারতীয় ফুটবল তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে বাইচুং ভুটিয়াকে খুঁজে বের করার জন্য। ময়দানে বাইচুংয়ের আবিষ্কারক বলা হয় তাঁকে। ইস্টবেঙ্গলের কোচ থাকাকালীন কিশোর বাইচুং ভুটিয়ার প্রতিভা তিনিই লক্ষ্য করে তাকে নিয়ে আসেন পাদপ্রদীপের আলোয়।
  • আইপিএল-এর দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর পদে যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিবিধ
  • প্রয়াত হলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ।কয়েক দশক ধরে তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ ছিলেন শ্রোতারা। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকার  প্রদত্ত ‘সঙ্গীত মহাসম্মান’ পান । তাঁর বড় মেয়ে শিল্পী ইন্দ্রাণী সেন ও ছোট মেয়ে শ্রাবণী সেনও সঙ্গীত শিল্পী হিসাবে শ্রোতাদের মহলে নিজেদের পৃথক স্থান করে নিতে পেরেছেন।
  • টালিগঞ্জের তরুণ পরিচালক সন্দীপ চৌধুরী প্রয়াত হলেন। তিনি প্রবীণ পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর।  গত ১৭ ডিসেম্বর শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন । ‘এরাও শত্রু’,‘উড়ন তুবড়ি’ প্রভৃতি ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি ।
  • আসন্ন কলকাতা বইমেলায় এবারের থিম দেশ স্পেন । ক্যালকাটা পাবলিশার্স গিল্ড সূত্রে এই তথ্য জানা গেল।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২ জানুয়ারি ২০২৩AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 10:41:56
Privacy-Data & cookie usage: