আন্তর্জাতিক
- তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের স্মৃতি ম্লান হওয়ার তিন সপ্তাহের মধ্যেই ফের ফের ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ। এদিন ভোরে তাজিকিস্তানে তীব্র ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.২। চিন – তাজিকিস্তান সীমান্তের কাছে এই কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। শিনজিয়াং অঞ্চলের কাশগড় ও আরতুস্কেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
- বিশ্বব্যাংকের শীর্ষ পদেও একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসতে চলেছেন। তিনি হলেন মাস্টারকার্ডের প্রাক্তন সিইও তথা ২০১৬ সালের পদ্মশ্রী সম্মান প্রাপক অজয় বাঙ্গা। বছর ৬৩ বয়সের বাঙ্গা জন্মগ্রহণ করেন পুণেতে। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতির স্নাতক হন তিনি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট , আমদাবাদে থেকে এমবিএ করেন। সেই অজয় বাঙ্গাকেই বিশ্ব ব্যাঙ্কের নতুন সভাপতি পদে মনোনীত করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বিশ্ব ব্যাঙ্কের সভাপতি পদের জন্য মনোনীত হলেন। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের সভাপতি পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন ডেভিড ম্যালপাস।
- পরমাণু অস্ত্র সম্ভার আরও সমৃদ্ধ করার হুমকি দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের আচমকা ইউক্রেন সফরের পরই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কিত ‘নিউ স্টার্ট’ চুক্তি স্থগিত রাখার কথা জানিয়েছিলেন তিনি।
জাতীয়
- পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৬৩ হাজার ২২৯টি আসনে ভোট নেওয়া হবে। সেই সঙ্গে আছে পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ ও জেলা পরিষদে ৯২৮টি আসন । ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ভোটার ছিলেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ২ জন। এ বছর পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার ১১৯। অর্থাৎ, গত বারের তুলনায় এ বার ভোটার সংখ্যা বেড়েছে ১১.৫১ শতাংশ বা ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭। এদিন নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।
- শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৮৬৭।পরীক্ষার্থী সাত লক্ষাধিক। এদিন জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর অরণ্য ধরে পরীক্ষা দিতে যাওয়ার পথে একটি দাঁতাল হাতির আক্রমণে প্রাণ হারাল অর্জুন দাস নামে একজন মাধ্যমিক পরীক্ষার্থী।
খেলা
- মহিলাদের টি২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে পরাস্ত হল ভারত। সেই সঙ্গেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল হরমনপ্রীত কৌরদের।
বিবিধ
- পণ্যবাহী ট্রেনে বৈদ্যুতিন তালা। তাতে থাকবে জিপিএস। চাবির বদলে দরকার হবে ওটিপি। হাওড়া ডিভিশনে এই পাইলট প্রকল্প শুরু করল পূর্ব রেল। পণ্যবাহী ট্রেনের বগিগুলিতে আগে যে ধাতব তালা ব্যবহার করা হত, তার তুলনায় নতুন বৈদ্যুতিন তালা কার্যকরী বলে দাবি করেছে রেল। জিপিএস চিপ থাকায় তার সাহায্যে পণ্যবাহী ট্রেনের অবস্থান জানা ও বগি খোলা বা বন্ধ করা হচ্ছে কি না, সেই তথ্যও পাওয়া যাবে।
- হিন্দি সিনেমা ‘পাঠান’ কে বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শনের অনুমতি দিল সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেদেশের চলচ্চিত্র ব্যবসা যাতে ক্ষতির মুখে না পড়ে তাই ভারতীয় ছবি প্রদর্শন বন্ধ সেখানে। এর আগে ২০১৫ সালে সলমন খানের ‘ওয়ান্টেড’ ছবিটি মুক্তি পেয়েছিল বাংলাদেশে।
- নয়াদিল্লির প্রগতি ময়দানে শুরু হল ৫০ তম বই মেলা – নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার।এবারের থিম দেশ ফ্রান্স।