Site icon জীবিকা দিশারী

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

Hooghly Anganwadi Recruitment 2023

হুগলি জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। Hooghly Anganwadi Recruitment 2023

গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ: কোতলপুর: ৬, জাঙ্গীপাড়া: ৪, দিলাকাশ: ৪, রসিদপুর: ৫। রাজবলহাট-২: ৩, আঁটপুর: ৭, রাধানগর: ৯।

ইন্ডিয়ান নেভিতে ট্রেডসম্যান মেট

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে।

প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে।

এয়ারপোর্টে কর্মী নিয়োগ

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন, পাটিগণিত, পুষ্টি-জনস্বাস্থ্য-মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন, ইংরেজী ভাষাজ্ঞান, সাধারণ জ্ঞান।

স্নাতক যোগ্যতায় পুরসভায় চাকরি

আবেদনের পদ্ধতি: www.hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ।

ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে কাজের সুযোগ

Hooghly Anganwadi Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version