স্নাতক যোগ্যতায় পুরসভায় চাকরি

960
0
KMC Recruitment 2023

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটিতে চুক্তির ভিত্তিতে ১৭ জন অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। KMC Recruitment 2023

বিজ্ঞপ্তি নম্বর: 06-/Kolkata City NUHM Society/ 2023-24.

শূন্যপদ: ১৭ (অসংরক্ষিত ৮, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১)।

যোগ্যতা: কমার্স গ্র্যাজুয়েট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে।

প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।

মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ট্যালি সফলওয়্যারের জ্ঞান থাকতে হবে।

রাজ্যে ১৫০০ হেলথ অফিসার নিয়োগ

কোনো সরকারি প্রতিষ্ঠানে অন্তত ১ বছর অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে ২৬০০০ টাকা।

দিল্লি সাবর্ডিনেটে ১৮৪১ শিক্ষক, অ্যাসিঃ নিয়োগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.kmcgov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স খামে ভরে CMO Bldg 5, S.N. Banerjee Road, Kolkata- 700013 ঠিকানায় রাখা ড্রপ বাক্সে জমা দিতে হবে।

খামের উপরে লিখতে হবে ‘Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society’.

ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে কাজের সুযোগ

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি ড্রপ বাক্সে জমা করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত সোমবার থেকে শুক্রবার বেলা ১১.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং শনিবার দুপুর ২টো পর্যন্ত।    KMC Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন