নির্বাচন : জেনে নিন আপনার জেলা (হুগলি) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

schedule
2021-03-18 | 11:09h
update
2021-03-18 | 11:09h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্ব​ই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।

আজকের জেলা: হুগলি

১) পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা হুগলি নদীর তীরে পদার্পণ করেন, পরবর্তীকালে ১৫৩৬ সালে পর্তুগিজ বাণিজ্যের জন্য পারমিট করে নেয় তৎকালীন মহম্মদ শাহের কাছ থেকে। হুগলি শহরটি প্রায় পাঁচ শতাধিক বছরের পুরনো হলেও ১৭৯৫ সালে হুগলি নামে আলাদা জেলা তৈরি হয়। পরবর্তীকালে অবশ্য হুগলি জেলার কিছু অংশ মেদিনীপুর জেলার সঙ্গে সংযুক্ত হয়।

Advertisement

২) এই জেলায় ২টি লোকসভা, ১৮টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

৩) হুগলিতে মোট ৪টি সাব-ডিভিশন, ১২টি মিউনিসিপ্যালিটি, ১টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ২৩টি পুলিশ স্টেশন, ২০১৭টি গ্রাম  পঞ্চায়েত রয়েছে।  চুঁচুড়া হল এই জেলার সদর।

৪) হুগলি জেলার মোট জনসংখ্যা ৫৫ লক্ষ ১৯ হাজার ১৪৫ (২০১১ সেন্সাস অনুসারে)। জনঘনত্ব ১৭৫৩ প্রতি বর্গ কিমি।

৫) হুগলি জেলায় ৮২.৮৯% হিন্দু ধর্মাবলম্বী, ১৫.৭৭% ইসলাম ধর্মাবলম্বী, ০.১৩% খ্রিস্টান, ১.২২% অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন।

৬) এই জেলায় ২২টি কলেজ, ৬টি টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে। এই জেলার সাক্ষরতার হার প্রায় ৮৩ শতাংশ।

৭) ব্যান্ডেল, ডানকুনি, শেওড়াফুলি, চুঁচুড়া চারটি প্রধান রেল স্টেশন রয়েছে। ভ্রমণের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী এই জেলা। কামারপুকুর, তারকেশ্বর, ব্যান্ডেল, চন্দননগর, ইমামবাড়া এরকম বিবিধ স্থান রয়েছে ভ্রমণার্থীদের জন্য সমৃদ্ধ।

হাওড়া জেলা পরিচিতিAMP

উত্তর ২৪ পরগনা জেলা পরিচিতিAMP

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিচিতিAMP

Hooghly, West Bengal Assembly Election, WB Bidhasobha Vote

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 10:47:42
Privacy-Data & cookie usage: