Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক যোগ্যতায় ৩৮৯২৬ গ্রামীণ ডাকসেবক নিয়োগ

India post recruitment 2023

সারাদেশে গ্রামীণ ডাকসেবক নিয়োগের অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অনলাইন আবেদন যাবে ৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত (India post gds recruitment)।

পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ১৯৭৬। অন্যান্য রাজ্যের শূন্যপদের হিসেব https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

পশ্চিমবঙ্গে ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বিপিএম) এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার/ ডাকসেবক পদে নিয়াগ করা হবে।

বয়সসীমা: ৫ জুন ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, েংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্বাস্থ্য দপ্তরে ফুড সেফটি অফিসার নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ। ম্যাথমেটিক্স এবং ইংরেজি কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসেবে থাকতে হবে। স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (India post gds recruitment)।

পশ্চিমবঙ্গ সার্কেলের নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অন্যান্য রাজ্যের নোটিসগুলি দেখতে ক্লিক করুন

 

 

 

 

Exit mobile version