স্বাস্থ্য দপ্তরে স্নাতক যোগ্যতায় ফুড সেফটি অফিসার

3819
0
wb food department recruitment

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ফুড সেফটি অফিসার পদে ৪৪ জন নিয়োগ করা হবে (food safety officer recruitment)।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি নম্বর: R/FSO/28/2022.

শূন্যপদ: ৪৪ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ২, তপশিলি জাতি ইসি ২, তপশিলি উপজাতি ইসি ১, ওবিসি এ ১)।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ফুড টেকনোলজি/ ডেয়ারি টেকনোলজি/ বায়োটেকনোলজি/

অয়েল টেকনোলজি/ এগ্রিকালচারাল সায়েন্স/ ভেটেরেনারি সায়েন্স/ বায়ো কেমিস্ট্রি/

মাইক্রোবায়োলজিতে ডিগ্রি অথবা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি অথবা মেডিসিনে ডিগ্রি।

বয়স: জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ১৯৮৬ থেকে ১ জানুয়ারি ২০০১ সালের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: লেভেল ১২ অনুযায়ী ৩৫৮০০-৯২১০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

বীরভূম জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন

আবেদনের ফি: ২১০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ফি দিতে হবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৩ মে ২০২২ তারিখ দুপুর ১টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (food safety officer recruitment)।

 

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন