আর্মিতে ৩০ ইঞ্জিনিয়ার

396
0
Indian Army TES 52 Notification

আর্মির টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে (টিজিসি-১৪০, জানুয়ারি ২০২৫) ট্রেনিং দিয়ে ৩০ জন অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান আর্মি Indian Army TGC Recruitment

নিয়োগ হবে পার্মানেন্ট সার্ভিস কমিশনে। অবিবাহিত পুরুষ ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েটরা নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট।

যাঁরা চূড়ান্ত বর্ষে পড়ছেন বা যাঁরা পরীক্ষা দিয়েছেন বা যাঁরা পরীক্ষা দেবেন তাঁরাও আবেদন করতে পারবেন।

তবে তাঁদের ক্ষেত্রে চূড়ান্ত বর্ষের সমস্ত পরীক্ষা যেমন, লিখিত পরীক্ষা, ব্যাবহারিক পরীক্ষা, ভাইভা, প্রোজেক্ট,

ব্যাকলগ সবকিছু ১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে শেষ করে থাকতে হবে এবং ট্রেনিং শুরুর ১২ সপ্তাহের মধ্যে রেজাল্ট দাখিল করতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স হতে হবে ২০ থেকে ২৭ অর্থাৎ জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৮ থেকে ১ জানুয়ারি ২০০৫ তারিখের মধ্যে।

ট্রেনিং: ট্রেনিং চলবে ১ বছর দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে।

আবেদন পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৯ মে ২০২৪ তারিখ দুপুর ৩টে পর্যন্ত। Indian Army TGC Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন