Site icon জীবিকা দিশারী

উচ্চমাধ্যমিক যোগ্যতায় ইন্ডিয়ান অয়েলে কাজের সুযোগ

IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েলের ইস্টার্ন রিজিয়নে ৫৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (indian oil apprentice 2021)।

বিজ্ঞপ্তি নম্বর: IOCL/MKTG/ER/APPR/2021-22/1.

রাজ্য অনুযায়ী শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ২৩৬ (অসংরক্ষিত ১০৪, ইডব্লুএস ২২, তপশিলি জাতি ৫১, তপশিলি উপজাতি ১০, ওবিসি এনসিএল ৪৯)।

বিহার: ৬৮ (অসংরক্ষিত ৩৮, ইডব্লুএস ৬, তপশিলি জাতি ৯, ওবিসি এনসিএল ১৫)।

ওড়িশা: ৬৯ (অসংরক্ষিত ৩৪, ইডব্লুএস ৬, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ১৩, ওবিসি এনসিএল ৭)।

ঝাড়খণ্ড: ৩৫ (অসংরক্ষিত ২০, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৭, ওবিসি এনসিএল ৩)।

আসাম: ১১৯ (অসংরক্ষিত ৫৭, ইডব্লুএস ১১, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ১৩, ওবিসি এনসিএল ৩০)।

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১. টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল/
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

২. ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেশিনিস্ট):

৩. ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেশিনিস্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই।

৪. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): যে কোনো শাখায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের স্নাতক।

৫. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।

৬. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে অন্তত এক বছরের সময়সীমার স্কিল সার্টিফিকেট।

৭. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস অ্যাসোসিয়েট): দ্বাদশ শ্রেণি পাশ।

৮. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস অ্যাসোসিয়েট, স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার): দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে অন্তত এক বছরের সময়সীমার ট্রেনিংয়ের স্কিল সার্টিফিকেট।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা বোর্ড থেকে পাশ করে থাকতে হবে এবং তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

মাধ্যমিক যোগ্যতায় নেভিতে নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর সকাল ১১টা থেকে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সময়মতো উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (indian oil apprentice 2021)।

  নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version