মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল নিয়োগ

schedule
2023-06-14 | 17:30h
update
2023-06-14 | 13:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে (আইটিবিপি) ৪৫৮ শূন্যপদে কনস্টেবল (ড্রাইভার) নিয়োগ করা হবে। ITBP Constable Recruitment 2023

শূন্যপদের বিন্যাস: ৪৫৮ (অসংরক্ষিত ১৯৫, তপশিলি জাতি ৭৪, তপশিলি উপজাতি ৩৭, ওবিসি ১১০, ইডব্লুএস ৪২)।

এনএইচপিসিতে ৪০৯ শূন্যপদে নিয়োগAMP

যোগ্যতা: ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Advertisement

বয়স: ২৬ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৭ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পুরুলিয়ায় স্বাস্থ্য কর্মী নিয়োগAMP

প্রার্থী বাছাই পদ্ধতি: ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা,

নথিপত্র যাচাই, প্র্যাক্টিক্যাল স্কিল টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের পরীক্ষার ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.recruitment.itbppolice.nic.in পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

রবীন্দ্রভারতীতে জুনিয়র রিসার্চ ফেলোAMP

অনলাইন আবেদন করা যাবে ২৭ জুন থেকে ২৬ জুলাই রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

ITBP Constable Recruitment 2023

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 22:46:27
Privacy-Data & cookie usage: