Site icon জীবিকা দিশারী

ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশয়ান, কুক, ড্রাইভার পদে চাকরি


কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, কলকাতাতে ( Kolkata ISI) একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর REC – 6/2021 -3 Kolkata, dated : 30.06.2021.

শূন্যপদ :
ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল)  ২ টি ( অসংরক্ষিত ১, এসসি ১)
ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (সিভিল) ৩ টি ( অসংরক্ষিত ২, এসসি ১)
ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিকাল) ৩ টি ( অসংরক্ষিত ২, ওবিসি ১)
ইলেকট্রিশিয়ান ১৪ ( অসংরক্ষিত ৯, এসসি ২, ওবিসি ২, ইডব্লিউএস ১)
অপারেটর কাম মেকানিক ৮ টি ( অসংরক্ষিত ৬, এসসি ১, ওবিসি ১)
ড্রাইভার ১ টি ( অসংরক্ষিত)
কুক ১ টি (ইডব্লিউএস)
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরী ৬ ( অসংরক্ষিত ৫, এসসি ১)
অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি ৪ ( অসংরক্ষিত ৩, ওবিসি ১)
অ্যাসিস্ট্যান্ট (রেপ্র – ফটো) ২ ( অসংরক্ষিত ১, এসসি ১)

– আরও চাকরির খবর –

এনএসইউটিতে ১২৬ এলডিসি, ইউডিসি, স্টোর কিপার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

যোগ্যতা ও বয়সসীমা

ইঞ্জিনিয়ার – বিই যোগ্যতা বা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ সমতুল্য ডিগ্রি থাকতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়সসীমা ৩৫ এর নিচে হতে হবে।

ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট – উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, এর আতাহে সংশ্লিষ্ঠ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ১ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ এর মধ্যে।

ইলেকট্রিশিয়ান – মাধ্যমিক বা সমতুল যোগ্যতা, এর সাথে ইলেকট্রিক ওয়ারম্যান ক্লাসের পারমিট সহ সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই যোগ্যতা লাগবে। বয়স হতে হবে ৩৫ এর মধ্যে।

অপারেটর কাম মেকানিক – অষ্টম শ্রেণী যোগ্যতা, ইলেকট্রিকাল বিষয়ে আইটিআই, লিফট অপারেটর লাইসেন্স, ইলেকট্রিক ওয়ারম্যান ক্লাসের পারমিট থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ এর মধ্যে।

ড্রাইভার – মাধ্যমিক উত্তীর্ণ, তার সাথে গাড়ি চালানো অভিজ্ঞতা থাকতে হবে। লাইট ও হেভি উভয় ভেহিকেল লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ এর মধ্যে।

কুক – উচ্চ মাধ্যমিক যোগ্যতা সহ কুকিং নিয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ এর মধ্যে।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি – উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্স নিয়ে সার্টিফিকেট থাকতে হবে। টাইপিং, কম্পিউটার, ডেটা এন্ট্রির কাজ জানতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি – সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক, সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার এবং ডেটা এন্ট্রির কাজ জানতে হবে। বয়স হতে হবে ৩৫ এর মধ্যে।

অ্যাসিস্ট্যান্ট ( রেপ্রো ফটো) – সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক, সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার এবং ডেটা এন্ট্রির কাজ জানতে হবে। বয়স হতে হবে ৩৫ এর মধ্যে।

– আরও খবর –

উচ্চ মাধ্যমিক যোগ্যতায় সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার কলকাতা সিআইএসআর কলকাতায়

বেতনক্রম

ইঞ্জিনিয়ার – পে ব্যান্ড ৭, ৪৪,৯০০ – ১,৪২,৪০০
ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট – পে ব্যান্ড ৬, ৩৫,৪০০ – ১,১২,৪০০
ইলেকট্রিশিয়ান – পে ব্যান্ড ৩, ২১,৭০০ – ৬৯,১০০
অপারেটর কাম মেকানিক – পে ব্যান্ড ৩, ২১,৭০০ – ৬৯,১০০
ড্রাইভার – পে ব্যান্ড ৩, ২১,৭০০ – ৬৯,১০০
কুক – পে ব্যান্ড ২, ১৯,৯০০ – ৬৩,২০০
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি – পে ব্যান্ড ৩, ২১,৭০০ – ৬৯,১০০
আসিস্ট্যান্ট ল্যাবরেটরি – পে ব্যান্ড ৩, ২১,৭০০ – ৬৯,১০০
অ্যাসিস্ট্যান্ট ( রেপ্র ফটো) – পে ব্যান্ড ৩, ২১,৭০০ – ৬৯,১০০

আবেদন

আগামী ২৩ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। একজন প্রার্থী একবার রেজিস্ট্রেশন করতে পারবেন। একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একজন প্রার্থী সর্বাধিক তিনটি পদের জন্য আবেদন করতে পারবেন।

অফিসিয়াল নোটিফিকেশন

অনলাইন আবেদন লিঙ্ক 

Kolkata ISI, Kolkata Gov Job

Exit mobile version