Site icon জীবিকা দিশারী

কৃষ্ণনগর পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

Krishnanagar Municipality Recruitment

কৃষ্ণনগর পুরসভায় ৭টি শূন্যপদে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে। Krishnanagar Municipality Recruitment

মেমো নম্বরঃ 222/18-1(A)/24.

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পাশ। কৃষ্ণনগর পুরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বিবাহিতা/বিধবা/বিবাহ বিচ্ছিন্না মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.krishnanagarmunicipality.com ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স কৃষ্ণনগর পুরসভার অফিসে রাখা ড্রপ বাক্সে জমা করতে হবে

৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে। ঠিকানাঃ The Executive Officer, Krishnanagar Municipality.

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

গার্ডেনরিচ শিপবিল্ডার্সে জার্নিম্যান নিয়োগ

হিন্দুস্তান স্টিলওয়ার্কে কর্মী নিয়োগ

দক্ষিণ দিনাজপুরের স্কুলে গ্রুপ ডি নিয়োগ

Exit mobile version