Site icon জীবিকা দিশারী

স্নাতক যোগ্যতায় নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে ৩০০ অফিসার

govt jobs

নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি (New India assurance company) লিমিটেডে ৩০০ জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (স্কেল ওয়ান) নিয়োগ করা হবে৷

শূন্যপদ: ৩০০ (অসংরক্ষিত ১২১, তপশিলি জাতি ৪৬, তপশিলি উপজাতি ২২, ওবিসি ৮১, ইডব্লুএস ৩০)৷

এইসবের মধ্যে ১৭টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷

বেতনক্রম: বেসিক পে ৩২৭৯৫ টাকা৷ পে স্কেল ৩২২৭৯৫-৬২৩১৫ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক/ স্নাতকোত্তর৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে৷

বয়সসীমা:  ১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা, ইন্টারভিউ এবং নথিপত্রর যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আরও চাকরির খবর  দেখুন : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক যোগ্যতায় এয়ারফোর্স ১৯৭ নিয়োগ

আবেদনের ফি: ৭৫০ টাকা (আবেদনের ফি+ ইন্টিমেশন চার্জ)৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১০০ টাকা দিতে হবে৷

আবেদনের পদ্ধতি: http://newindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত৷

নোটিসটি দেখতে   ক্লিক করুন

 

 

Exit mobile version