Site icon জীবিকা দিশারী

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি

Education system

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ডিসটেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ( Rabindra Bharati University admission 2022)।

অ্যাডমিশন নোটিস নম্বর: RBU/CDOE/ADV/2022/527.

যে সমস্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেওয়া হবে সেগুলি হল: বাংলা, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিস, সোশ্যাল ওয়ার্ড,

ভোকাল মিউজিক, রবীন্দ্র সঙ্গীত, এডুকেশন, হিস্ট্রি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি।

কোড নম্বর অনুযায়ী লার্নিং সাপোর্ট সেন্টারের নাম দেওয়া হল: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাস (৯৯), রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় (০১),

ধ্রুবচাঁদ হালদার কলেজ (০২), তাম্রলিপ্ত মহাবিদ্যালয় (০৪), সুকান্ত মহাবিদ্যালয় (০৬), বিদ্যাসাগর কলেজ (০৭), সুন্দরবন হাজি দেসারাত কলেজ (০৮),

বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ (১০), বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় (১১), ড. মেঘনাথ সাহা কলেজ (১২), শীতলকুচি কলেজ (১৩), বারাসাত কলেজ (১৪),

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ (১৫), শ্রীপত সিং কলেজ (১৬), সামসি কলেজ (১৯), পাথরপ্রতিমা মহাবিদ্যালয় (২১),

আনন্দ চন্দ্র কলেজ অব কমার্স (২২), গঙ্গারামপুর কলেজ (২৩), বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ (২৬), রায়দীঘি কলেজ (২৯), কৃষ্ণনাথ কলেজ (৩০),

ছাপড়া বঙ্গালঝি মহাবিদ্যালয় (৩১), অভেদানন্দ মহাবিদ্যালয় (৩৫), মাথাভাঙ্গা কলেজ মহাবিদ্যালয় (৩৬), দেশবন্ধু কলেজ ফর গার্লস (৩৮), বিধান চন্দ্র কলেজ (৩৯),

বেহালা কলেজ (৪০), দিনাবন্ধু মহাবিদ্যালয় (৪১), শ্রীরাপুর গার্লস কলেজ (৪২), বিবেকানন্দ কলেজ মধ্যমগ্রাম (৪৩), গৌড় মহাবিদ্যালয় (৪৬),

মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয় (৪৭), রাজগঞ্জ কলেজ (৪৮), ফালাকাটা কলেজ (৪৯), বিবেকানন্দ কলেজ (৫০), মহারাজা সীরিশচন্দ্র কলেজ (৫২),

রাজা পেয়ারি মোহন কলেজ (৫৪), মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় (৫৫), এগড়া সারদা শশীভূষণ কলেজ (৫৬)।

ভর্তির পদ্ধতি: পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য www.rbudde.in পোর্টালে গিয়ে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে ( Rabindra Bharati University admission 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আবেদন করতে ক্লিক করুন

 

Exit mobile version