Site icon জীবিকা দিশারী

পূর্ব রেলে ৩৩৬৬ পদে ট্রেনিং দিয়ে চাকরি

RRB Group D Recruitment 

পূর্ব রেলে ৩৩৬৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর সকাল ১০টা থেকে ৩ নভেম্বর ২০২১ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শূন্যপদ: হাওড়া ডিভিশন: ৬৫৯, শিয়ালদহ ডিভিশন: ১১২৩, আসানসোল ডিভিশন: ৪১২, মালদা ডিভিশন: ১০০, কাঁচড়াপাড়া ওয়ার্কশপ: ১৯০, লিলুয়া ওয়ার্কশপ: ২০৪, জামালপুর ওয়ার্কশপ: ৬৭৮।

বয়সসীমা: ৩ নভেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি ইস্যু করা সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, মেকানিক (মোটর ভিকল/ ডিজেল), কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান (জেনারেল), ওয়্যারম্যান, রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইন্ট।

আরও খবর 👇

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের চাকরি

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আরও খবর 👇

বেসিলের মাধ্যমে ১০৩ লোডার, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: www.rrcer.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩ নভেম্বর ২০২১ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

Exit mobile version