Site icon জীবিকা দিশারী

দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস

SECR Railway Apprentice 2023

দক্ষিণ পূর্ব মধ্য রেলে ৪১১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। SECR Railway Apprentice 2023

শূন্যপদ: ডিআরএম অফিস, রায়পুর ডিভিশন: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১১৯, টার্নার: ৭৬, ফিটার: ১৯৮,

ইলেক্ট্রিশিয়ান: ১৫৪, স্টেনোগ্রাফার (ইংলিশ): ১০, স্টেনোগ্রাফার হিন্দি: ১০, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ১০,

হেলথ অ্যান্ড স্যানিটারি ইনস্পেক্টর: ১৭, মেশিনিস্ট: ৩০, মেকানিক ডিজেল: ৩০, মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ১২,

মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: ৩০।

হাইলাইটস

বয়স ১৫ থেকে ২৪ বছর
আবেদনের শেষ দিন ২২ জুন ২০২৩
যোগ্যতা দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে আইটিআই

 

অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় কাজের সুযোগ

ওয়্যাগন রিপেয়ার শপ, রায়পুর: ফিটার: ১৪০, ওয়েল্টার: ১৪০, মেশিনিস্ট: ২০, টার্নার: ১৫, ইলেক্ট্রিশিয়ান: ১৫,

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ৫, স্টেনোগ্রাফার (হিন্দি): ২।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

মুর্শিদাবাদে লাইব্রেরিয়ান নিয়োগ

বয়স: ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময় ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

নদিয়ায় আশাকর্মী নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ২২ জুন রাত ১২টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য https://secr.indianrailways.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করতে ক্লিক করুন

 

SECR Railway Apprentice 2023

Exit mobile version