Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক যোগ্যতায় এমটিএস নিয়োগের আবেদন শুরু, হাবিলদার ৩৬০

SSC MTS Recruitment 2023

দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে কয়েক হাজার মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) স্টাফ SSC MTS Recruitment 2023

এবং হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০২৩ সালের পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

শূন্যপদ: হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন): ৩৬০ এবং মাল্টি টাস্কিং স্টাফ: ১১৯৮

বয়সসীমা: মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার (সিবিএন, ডিপার্টমেন্ট অব রেভনিউ)-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে

(জন্মতারিখ হতে হবে ২ আগস্ট ১৯৯৮ থেকে ১ আগস্ট ২০০৫ সালের মধ্যে)।

হাবিলদার (সিবিআইসি, ডিপার্টমেন্ট অব রেভনিউ)-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে

(জন্মতারিখ হতে হবে ২ আগস্ট ১৯৯৬ থেকে ১ আগস্ট ২০০৫ সালের মধ্যে)।

সবক্ষেত্রেই ১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্নাতক যোগ্যতায় ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত ম্যাট্র্রিকুলেশন পাশ। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় দুটি পেপার থাকবে,

পেপার ওয়ানে অবজেকটিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে জেনারেল ইংলিশ,

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল অ্যাওয়্যারনেস।

মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। পেপার টু ডেসক্রিপটিভ টাইপের শর্ট এসে/ লেটার রাইটিং।

ইউপিএসসির মাধ্যমে ২৬১ শূন্যপদে নিয়োগ

তাতে ইংরাজিতে ও সংবিধানের অষ্টম তপশিলির অর্ন্তভুক্ত ভাষায় প্রশ্ন থাকবে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

পরীক্ষা হবে সেপ্টেম্বর ২০২৩। পরীক্ষার তারিখ সম্পর্কে সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

হাবিলদার পদের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট/ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

পরিবেশ মন্ত্রকে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে ২২ জুলাই অবধি আর অফলাইনে ফি দেওয়া যাবে ২৪ জুলাই ব্যাঙ্কে কাজের সময়সীমার মধ্যে।

আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

পেপার টু-এর ভাষার কোড নম্বর: হিন্দি (০১), ইংলিশ (০২), অ্যাসামিজ (০৩),

বাংলা (০৪), বোরো (০৫), ডোগরি (০৬), গুজরাটি (০৭), কন্নড় (০৮), কাশ্মীরি (০৯),

কোঙ্কনি (১০), মৈথিলি (১১), মালায়ালম (১২), মণিপুরি (১৩), মারাঠি (১৪),

নেপালি (১৫), ওড়িয়া (১৬), পাঞ্জাবি (১৭), সংস্কৃত (১৮), সাঁওতালি (১৯),

সিন্ধ্রি (২০), তামিল (২১), তেলুগু (২২), উর্দু (২৩)।

অফিশিয়াল নোটিফিকেশন-——–   ক্লিক করুন

 

 

SSC MTS Recruitment 2023

Exit mobile version