Site icon জীবিকা দিশারী

এসএসসি সিলেকশন পোস্টের অনলাইন আবেদন শুরু

SSC JE 2024 Notification

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের চাকরি  SSC Selection Post Phase 12

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিলেকশন পোস্ট, ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।

বিজ্ঞপ্তি নম্বর XII/2024/Selection Posts। যে কোন ভারতীয় নাগরিক নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ: সারা দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট ২০৪৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক যোগ্যতা চাওয়া হয়েছে।

নির্দিষ্ট পদের ভিত্তিতে নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। একজন প্রার্থী ভিন্ন ক্যাটাগরির একাধিক পদের জন্যে আলাদা যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারেন।

তবে তার জন্য আলাদা করে আবেদন করতে  হবে এবং আবেদন ফি জমা দিতে হবে। তবে একটি ক্যাটেগরির জন্যে একটি পোস্টেই আবেদন করতে পারবেন।

ইস্ট জোন, ওয়েস্ট জোন, সাউথ জোন, নর্থ জোন, নর্থ ইস্ট জোন, নর্থ ওয়েস্ট জোন,

সেন্ট্রাল জোন, কর্ণাটক-কেরালা জোন, মধ্যপ্রদেশ জোন মিলিয়ে মোট নয়টি জোনে শূন্যপদের বিন্যাস রয়েছে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী একাধিক পদের জন্য একাধিক বয়সের মাপকাঠি রয়েছে।

১৮-২৫; ১৮-২৭; ১৮-৩০; ২০-২৫ এরকম একাধিক বয়সের মাপকাঠি রয়েছে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদনের ফি: আবেদনের ফি ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কলকাতা হাইকোর্টে নিয়োগ

আবেদন পদ্ধতি: https://ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৮ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

সেইলে অপারেটর কাম টেকনিশিয়ান নিয়োগ

অন্যান্য প্রাসঙ্গিক  তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। SSC Selection Post Phase 12

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version