Site icon জীবিকা দিশারী

টাটা স্টিলে ট্রেনি ইঞ্জিনিয়ার

Tata Steel Recruitment 2023

টাটা স্টিলে ট্রেনি ইঞ্জিনিয়ার নেওয়া হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। Tata Steel Recruitment 2023

বয়স: ১ জুন ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

হাইলাইটস

 

স্টাইপেন্ড ৩০০০০ টাকা
যোগ্যতা বিই/ বিটেক/বিএসসি
বয়স ৩০ বছর
আবেদনের শেষ তারিখ ১১ জুন ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট https://www.tatasteel.com/

 

রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় বনসহায়ক

যোগ্যতা: বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ। এআইসিটিই/ ইউজিসি স্বীকৃত ক্যাম্পাস প্রোগ্রাম অ্যাটেন্ড করে থাকতে হবে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, ট্রেনিং চলাকালীন ৩০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

কলকাতা ট্রপিক্যালে ল্যাব টেকনিশিয়ান

আবেদনের পদ্ধতি: https://www.tatasteel.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। Tata Steel Recruitment 2023

নোটিসটি ডাউনলোড করতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

Exit mobile version