Site icon জীবিকা দিশারী

রাজ্য পুলিশে ৮৬৩২ কনস্টেবল, বিস্তারিত শূন্যপদ, যোগ্যতা

West Bengal Police Constable, WB Police Recruitment, WBO Constable

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৮৬৩২ জন কনস্টেবল, লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 01/2021/WBPRB.

শূন্যপদ: মোট ৮৬৩২টি শূন্যপদের মধ্যে কনস্টেবল ৭৪৪০টি (অসংরক্ষিত ২৬৪০, অসংরক্ষিত ইসি ১২৮০, এসসি ১১২০, এসসি ইসি ৫৬০, এসটি ৩২০, এসটি ইসি ১৬০, ওবিসি-এ ৫৬০, ওবিসি ইসি ২৪০, ওবিসি-বি ৪০০, ওবিসি-বি ইসি ১৬০) ।

লেডি কনস্টেবল ১১৯২টি (অসংরক্ষিত ৪২৩, অসংরক্ষিত ইসি ২০৫, এসসি ১৭৯, এসসি ইসি ৯০, এসটি ৫১, এসটি ইসি ২৬, ওবিসি-এ ৯০, ওবিসি ইসি ৩৮, ওবিসি-বি ৬৪, ওবিসি-বি ইসি ২৬)।

১৫% আসন সংরক্ষিত হবে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এনভিএফ ও হোম গার্ড কর্মরতদের জন্য। ১০% আসন সংরক্ষিত হবে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিক ভলান্টিয়ারদের জন্য।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। রাজ্যের এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। কালিম্পঙ ও দার্জিলিঙের স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি প্রাথীদের বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। এনভিএফ, হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

শারীরিক যোগ্যতা ও মাপজোক : 

কনস্টেবল (পুরুষ): উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি ৭৮ সেমি (ফুলিয়ে + ৫ সেমি) [গোর্খা, গাড়োয়াল, রাজবংশী এবং এসটিদের জন্য উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি,  বুকের ছাতি ৭৬ সেমি (ফুলিয়ে + ৫ সেমি)]

কনস্টেবল ( মহিলা): উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি, [গোর্খা, গাড়োয়াল, রাজবংশী এবং এসটিদের জন্য উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি]।

ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট-এর জন্য কনস্টেবল (পুরুষ) ৬.৩০ মিনিটে ১৬০০ মিটার ও কনস্টেবল (মহিলা) ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়োতে হবে।

আবেদন: আগামী ২২ জানুয়ারি থেকে অনলাইন/অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২১। অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২১। প্রার্থীদের নিজস্ব বৈধ মোবাইল নম্বর ও ই-মেল্ আইডি থাকতে হবে। আবেদন শেষ করার পর ইউনিক অ্যাপ্লিকেশন আইডি ও আবেদন পত্রের প্রিন্টআউট রেখে দিতে হবে।

আবেদন ফি: ১৫০ টাকা + প্রসেসিং ফি ২০ টাকা। এসসি/এসটি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকা। অফলাইনেও আবেদন জমা দেওয়া যাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালানের মাধ্যমে। আবেদন করার সময় অফলাইন পেইমেন্ট অপশন বাছাই করলে চালান প্রিন্ট-আউট করে নিতে হবে।

আবেদন করার লিঙ্কক্লিক করুন

 বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক― ক্লিক করুন

আবেদনে আসুবিধা হলে যোগাযোগ নম্বর – 7044108689 এবং 7044109346 (সকাল ১০ টা থেকে ৫.৩০ টে)

রাজ্য পুলিশে ১০৮৮ সাব-ইনস্পেক্টর/ লেডি সাব-ইনস্পেক্টর

আমাদের টেলিগ্রাম চ্যানেল : ক্লিক করুন

West Bengal Police Constable, WB Police Recruitment, WBO Constable

Exit mobile version